প্রকাশিত: ২২ মে, ২০২২ ০৫:৪৬:৫৩
সদর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ায় তিনদিন গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্টরা। তিনমাথা থেকে বাঘোপাড়া পর্যন্ত জরুরি গ্যাস লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার সকাল ৮টা থেকে বুধবার রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
পিজিসিএল বগুড়া অঞ্চলের ম্যানেজার বরকত হোসেন মোল্লা জানান, সোমবার সকাল ৮টা থেকে বুধবার রাত পর্যন্ত শহরের পুরান বগুড়া, জহুরুল নগর, কামার গাড়ী, চকসূত্রাপুর, বাদুড়তলা, নামাজগড়, শহীদ তারেক রোড, উপশহর, নিশিন্দারা, ধরমপুর, বারপুর, মাটিডালী, সুলতানগঞ্জ পাড়া, হাকির মোড় পর্যন্ত গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। সাময়িক এ অসুবিধার জন্য পিজিসিএল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছি।
তিনি আরো জানান, নির্ধারিত সময়ের আগেই যেন গ্রাহকদের গ্যাস সরবরাহ প্রদান করার চেষ্টা করা হবে।
প্রজন্মনিউজ২৪/এসএমএ
নোবিপ্রবিতে পুনরায় প্রক্টরের দায়িত্বে ড .নেওয়াজ মো.বাহাদুর
বীমা সুবিধা পাবে রাবি শিক্ষার্থীরা
ইউক্রেনের শপিংমলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৬
জ্বর হলে কীভাবে বুঝবেন করোনা না ডেঙ্গু
৩ ভুলে বন্ধ হতে পারে নেটফ্লিক্স একাউন্ট
পলাশবাড়ীতে মাদক বিরোধী কর্মশালা অনুষ্ঠিত
টেষ্ট কালচার আমাদের কখনো ছিল না বল্লেন মাশরাফী ও