প্রকাশিত: ২২ মে, ২০২২ ০৫:২৯:০১
চবি প্রতিনিধিঃ বাইকের সাথে অটোরিকশার ধাক্কা কে কেন্দ্র করে চবি ছাত্রলীগ ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ৫ ছাত্রলীগ কর্মী আহত হয়।
২২ মে ( রবিবার) বিশ্ববিদ্যালয়ের ২ নাম্বার গেইট এলাকায় এই সংঘর্ষ ঘটে। জানা যায়, বিজয় গ্রুপের দুজন কর্মী বাইক নিয়ে যাওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার সাথে ধাক্কা লাগে। ধাক্কায় বাইকের সামনের অংশ ভেঙ্গে যায়। রিক্সাওয়ালা কে না দেখে চালানোর কারণ জিজ্ঞাসা করলে পাশে থাকা স্থানীয় এক যুবকের সাথে তর্কাতর্কি হয়। তর্কের এক পর্যায়ে স্থানীয় আরো কয়েকজন মিলে ছাত্রলীগ কর্মীদের হেনস্তা করে। পরে স্থানীয় ইউপি সদস্য এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এর কিছু সময় পর বিশ্ববিদ্যালয়ের আলাওল হল থেকে শতাধিক ছাত্রলীগ কর্মী দেশীয় অস্ত্রসহ জোবরা গ্রামে হামলা চালায়। এসময় স্থানীয় এবং ছাত্রলীগ কর্মীদের মধ্যে দফায় দফায় ইটপাটকেল নিক্ষেপ হয়। পরে প্রক্টরিয়াল বডি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, স্থানীয়দের সাথে ছাত্রদের ঝামেলা হয়েছে। ঘটনাস্থলে আমরা পুলিশ পাঠিয়েছি। পরিস্থিতি এখন স্বাভাবিক।
প্রজন্মনিউজ২৪/নুরউদ্দিন
পদ্মা সেতুতে নাট-বল্টু খুলে ভাইরাল হওয়া যুবক আটক
মালয়েশিয়ায় নতুন করে দুই হাজারের অধিক করোনায় আক্রান্ত
মোবাইল নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়ায় প্রাণ গেল গৃহবধূর
সুপ্রিম কোর্টের ১২ বিচারপতি করোনায় আক্রান্ত
থাইল্যান্ডে থাকাকালীন যে খাবারগুলো অবশ্যই খাবেন
ফ্রিজ ছাড়া মাংস সংরক্ষণের উপায়