নীলফামারীতে মাদরাসা শিক্ষিকার উপর হামলা

প্রকাশিত: ২২ মে, ২০২২ ০৩:৫৫:২৭ || পরিবর্তিত: ২২ মে, ২০২২ ০৩:৫৫:২৭

নীলফামারীতে মাদরাসা শিক্ষিকার উপর হামলা

নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় আকতারা বেগম (৪০) নামে এক মাদরাসা শিক্ষিকার উপর হামলা চালিয়েছে অজ্ঞাত দুস্কৃতকারী। আহত ওই শিক্ষিকা শৌলমারী আনছারহাট ইসলামিয়া দ্বি-মূখী দাখিল মাদরাসার সহকারি শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন।

 এ ঘটনায় আহত শিক্ষিকার ছেলে বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়,শিক্ষিকার স্বামী কুড়িগ্রামে চাকুরি করেন এবং বড় ছেলে রংপুরে লেখাপড়া করেন। তাই ছোট দুই ছেলে মেয়েকে নিয়ে স্বামীর বাড়ি শৌলমারী ইউনিয়নের সিংড়িয়া খামাতপাড়া এলাকায় থাকেন তিনি। 

ঘটনার দিন গত ১৩ মে রাত আনুমানিক ৩ টার দিকে আকতারা বেগম প্রাকৃতিক কার্য সম্পাদন করার জন্য টিউবওয়েলের নিকট এসে কাজ শেষে ঘরের ভিতর প্রবেশ করা মাত্রই পূর্ব পরিকল্পনায় অজ্ঞাতনামা ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে আকতারা বেগমের মাথায় আঘাত ঘরে পালিয়ে যায়।

পরে আকতারা বেগম ও তার দুই ছেলে মেয়ের চিৎকারে এলাকার লোকজন এসে তাকে চিকিৎসার জন্য প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক প্রথামিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
 বর্তমানে ওই শিক্ষিকা সুস্থ্য রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। আকতারা বেগম চিকিৎসাধীন অবস্থায় থাকায় ২০ মে থানায় লিখিত অভিযোগ দাখিল করেন তার ছেলে আখতারুজ্জামান পিয়াস। শিক্ষিকার উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মাদরাসার সকল শিক্ষক কর্মচারিবৃন্দ।

 এ বিষয়ে শৌলমারী বিট পুলিশিং এর দায়িত্বে থাকা এস.আই পলাশ অধিকারী বলেন, অভিযোগটি তদন্তাধীন অবস্থায় রয়েছে,তবে আহত আকতারা বেগম পুরোপুরি সুস্থ্য হলেই বিস্তারিত জানা যাবে।


প্রজন্মনিঊজ২৪/খতিব
 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ