প্রকাশিত: ২১ মে, ২০২২ ০৫:০০:০৫
ঝালকাঠি প্রতিনিধিঃ ‘ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ’ -এ প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠিতে পালিত হয়েছে বিশ্ব মেডিটেশন দিবস।
শনিবার (২১ মে) সকাল ৬টা থেকে একযোগে ৩০মিনিট ধ্যানে মগ্ন ছিলেন শতাধিক ব্যক্তি। সুগন্ধা নদীর তীরে শহরের পৌর মিনি পার্কে মুক্ত বাতাসে কোয়ান্টাম ফাউন্ডেশন দিবসটি উপলক্ষে মেডিটেশন ধ্যান এর আয়োজন করে। বিভিন্ন শ্রেণির মানুষ এ কর্মসূচিতে অংশ নেয়। ঝালকাঠি কোয়ান্টাম ফাউন্ডেশন সেল-এর আয়োজনে ১৫টি স্থানে ধ্যানে মগ্ন অনুষ্ঠিত হয়।
কোয়ান্টাম ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়, প্রায় ৩০ বছর ধরে কোয়ান্টাম ফাউন্ডেশন মেডিটেশনের কার্যকরীতা ও প্রয়োজনীয়তা তুলে ধরতে কাজ করে যাচ্ছে। নিয়মিত মেডিটেশন বা ধ্যান করলে আত্মিক উন্নতি, মানসিক প্রশান্তি, শারীরিক সুস্থতার পাশাপাশি বৈষয়িক উন্নতি ঘটে।
আলোচনায় অংশ নেন ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম, বীর মুক্তিযোদ্ধা শহিদ ইমাম পাশা, প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের সভাপতি ফয়সাল রহমান জসিম। কোয়ান্টাম ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ অনুষ্ঠানে শিশু, কিশোর, তরুণ-তরুণীসহ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
প্রজন্মনিউজ২৪/এসএমএ
বহিষ্কারের পর এবার গ্রেফতার রাবির সেই শিক্ষার্থী
ইউরোপের তিন দেশে প্রযুক্তি খাতের সক্ষমতা তুলে ধরবে বেসিস
ইউজিসির অভিন্ন নীতিমালার প্রতিবাদে বুটেক্সে কর্মচারীদের মানববন্ধন
পেকুয়ায় বেড়িবাঁধ পরিদর্শনে ইউএনও
রুয়েটে রোবটিক্স ফেয়ার 'রোবোট্রনিক ২.০' শুরু
সংখ্যালঘু শিক্ষকদের হত্যা, লাঞ্ছিত ও জমি দখলের প্রতিবাদে রাবিতে মানববন্ধন
রাবি ভর্তি পরীক্ষাঃ প্রতি আসনে লড়বে ৪৪ ভর্তিচ্ছু
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মেয়র রুবেল ভাটের আলোচনা সভা