প্রকাশিত: ২১ মে, ২০২২ ১১:৩৬:১৫
আশিকুর রহমান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে স্ত্রীর সাথে পারিবারিক কলহের জেরে মুকুন চন্দ্র পাল (৪০) নামের এক সন্তানের জনক ট্রেনের সামনে বুক পেতে দিয়ে আত্মহত্যা করেছেন।
নিহত মুকুন চন্দ্র পাল উপজেলার শিবনগর ইউপির চক্কবির পালপাড়ার স্বর্গীয় মনা পালের একমাত্র পুত্র ও পেশায় ভ্যান চালক ছিলেন।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (১৯ মে, ২০২২ ইং) সকালে বড়পুকুরিয়া কয়লাখনি সংলগ্ন কালুপাড়া তেলের পাম্পের পেছনে রেল লাইনে চলন্ত ট্রেনের সামনে আকস্মিক দাঁড়িয়ে যায় মুকুন। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন তিনি। ঘটনা স্থলেই মৃত্যু হয় তার।
নিহত মুকুন চন্দ্র পালের মা শান্তি রানী পাল বলেন, মুকুনের সাথে তার স্ত্রী বর্ষা রানী পালের কলহ চলছিল। আজ ভোরে মুকুন বাড়ি হতে কাজে বের হয়। পরে লোকজনের মুখে তার মৃত্যুর খবর পাই। নিহত মুকুনের ৭ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে বলেও জানান তিনি।
পার্বতীপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বৃহস্পতিবার সকাল ৭টায় বড়পুকুরিয়া কয়লাখনি সংলগ্ন কালুপাড়া নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনে মুকুন চন্দ্র পাল নামে একজন আত্মহত্যা করেন। স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে লাশ হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
প্রজন্মনিউজ২৪/নুরউদ্দিন
ইন্দুরকানীতে গলায় ফাঁস দিয়ে যুবককের আত্মহত্যা
পাহাড়পুর বৌদ্ধ বিহারের কীর্তিনাশ
এক দিনেই পাল্টে গেছে চিরচেনা রূপ
মাদকের সমস্যা রুখতে হলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশাপাশি সামাজিক আন্দোলনের বিকল্প নেই
মায়ার্সের সেঞ্চুরিতে বাংলাদেশের হতাশার দিন
দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্ন সত্য হচ্ছে আজ
যা যা করা নিষেধ পদ্মা সেতুর ওপর
শাহজালাল বিমানবন্দরে ৮টি স্বর্ণবারসহ আটক ১