প্রকাশিত: ২১ মে, ২০২২ ১০:৫৭:৪৫
মাছুম বখ্স মাহীঃ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব ১৭ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ মে ) বিকেল ৫ ঘটিকায় রাজনগর উপজেলার পোর্টিয়াস স্কুল মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় উত্তরভাগ ইউনিয়ন ও ফতেহপুর ইউনিয়ন একে অপরের মোকাবিলা করে। খেলায় ট্রাইবেকারে ফতেহপুর ইউনিয়ন উত্তরভাগ ইউনিয়নকে ৪-৩গোলে পরাজিত করে।
রাজনগর উপজেলায় গত১৭মে প্রথম পর্যায়ের চারটি খেলা অনুষ্ঠিত হয়। শুক্রবার সেমিফাইনাল খেলা ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজনগর উপজেলা অস্থায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল সূত্রধর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার- ৩ আসনের এমপি নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখত, উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজনগর উপজেলার ৮ ইউনিয়নের চেয়ারম্যানসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে উদীয়মান খেলোয়ার তৈরীর লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রতিবছর বঙ্গবন্ধু অনূর্ধ্ব ফুটবল টুর্নামেন্ট-এর আয়োজন করে থাকে।
প্রজন্মনিউজ২৪/এসএমএ
২৭ জুন: ইতিহাসের পাতায় আজকের এই দিনে
শরণার্থীরা ভূমধ্যসাগরে ভেসে যাচ্ছে
ইউপি চেয়ারম্যানের চেক পোস্টে ২ ইয়াবা কারবারি আটক
কাঁঠাল বিচিতে ক্ষুধা নিবারণের চেষ্টা শিশু জুইঁয়ের
রাশিয়া-ইউক্রেন যু্দ্ধের মূল ঘটনাগুলির তালিকা, ১১৮ দিন
কৃষকদের তালিকা প্রণয়ন ও কৃষি বীমা চালুর দাবিতে: প্রত্যাশার বাংলাদেশ