প্রকাশিত: ২১ মে, ২০২২ ১০:৫৭:৪৫
মাছুম বখ্স মাহীঃ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব ১৭ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ মে ) বিকেল ৫ ঘটিকায় রাজনগর উপজেলার পোর্টিয়াস স্কুল মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় উত্তরভাগ ইউনিয়ন ও ফতেহপুর ইউনিয়ন একে অপরের মোকাবিলা করে। খেলায় ট্রাইবেকারে ফতেহপুর ইউনিয়ন উত্তরভাগ ইউনিয়নকে ৪-৩গোলে পরাজিত করে।
রাজনগর উপজেলায় গত১৭মে প্রথম পর্যায়ের চারটি খেলা অনুষ্ঠিত হয়। শুক্রবার সেমিফাইনাল খেলা ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজনগর উপজেলা অস্থায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল সূত্রধর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার- ৩ আসনের এমপি নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখত, উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজনগর উপজেলার ৮ ইউনিয়নের চেয়ারম্যানসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে উদীয়মান খেলোয়ার তৈরীর লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রতিবছর বঙ্গবন্ধু অনূর্ধ্ব ফুটবল টুর্নামেন্ট-এর আয়োজন করে থাকে।
প্রজন্মনিউজ২৪/এসএমএ
ঈদে ১০ কেজি করে চাল পাবেন এক কোটি ভিজিএফ কার্ডধারী
বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ অনুষ্ঠিত
পুলিশ পরিচয়ে তুলে নিয়ে নির্যাতন
ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা
মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু