প্রকাশিত: ১৫ মে, ২০২২ ১২:৪৮:০১
টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জির স্ত্রীর ভূমিকায় নতুন একটি ছবিতে দেখা যাবে বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে। সিনেমার নাম ‘আয় খুকু আয়’। কয়েক দিন আগেই হইচইতে মুক্তি পেয়েছে মিথিলা অভিনীত ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট ২’। ‘আয় খুকু আয়’সিনেমাটির টাইটেল গান প্রকাশিত হয়েছে। এই গানের দৃশ্যেই প্রসেনজিতের স্ত্রী রূপে দেখা দিয়েছেন মিথিলা। তার কোলে রয়েছে ছোট্ট কন্যাসন্তান। কখনো সেই কন্যাকে ঘুম পাড়াচ্ছেন, কখনো তার সঙ্গে আহ্লাদি খুনসুঁটি করছেন।
দর্শকরা বলছেন, প্রসেনজিতের স্ত্রী হিসেবে দারুণ মানিয়েছে মিথিলাকে। যেন বিখ্যাত সেই ‘অমর সঙ্গী’ যুগ ফিরে এলো!
‘আয় খুকু আয়’ নির্মাণ করেছেন সৌভিক কুণ্ডু। এতে অভিনয় করেছেন- প্রসেনজিৎ, মিথিলা, দিতিপ্রিয়া, সোহিনী সেনগুপ্ত, শঙ্কর দেবনাথ প্রমুখ। আগামী ২৭ মে সিনেমাটি মুক্তি পাবে।
সিনেমাটিতে মিথিলার অভিনয় নিয়ে প্রসেনজিৎ বলেন, ছোট চরিত্রে হলেও দর্শকের মনে গভীর ছাপ রেখে যাবেন তিনি। মিথিলার প্রশংসায় তিনি আরও বলেন, তার সঙ্গে কাজের অভিজ্ঞতা ভীষণ ভালো। প্রচণ্ড শক্তিশালী অভিনেত্রী। ছোট চরিত্রে অভিনয় করে মিথিলা তা প্রমাণ করেছেন। আমি তার আগের কাজও দেখেছি। মিথিলা সত্যিই প্রতিভাময়ী।
প্রজন্মনিউজ২৪/নুরউদ্দিন
বহিষ্কারের পর এবার গ্রেফতার রাবির সেই শিক্ষার্থী
ইউরোপের তিন দেশে প্রযুক্তি খাতের সক্ষমতা তুলে ধরবে বেসিস
রুয়েটে রোবটিক্স ফেয়ার 'রোবোট্রনিক ২.০' শুরু
রাবি ভর্তি পরীক্ষাঃ প্রতি আসনে লড়বে ৪৪ ভর্তিচ্ছু
মতিয়ারকে দেশে ফেরা মাত্রই গ্রেপ্তারের আদেশ
পারিশ্রমিক বাড়ালেন প্রভাস, বিপাকে নির্মাতারা
৩ ভুলে বন্ধ হতে পারে নেটফ্লিক্স একাউন্ট
সিলেট ও সুনামগঞ্জ বারবার প্লাবিত হবার পেছনে যেসব কারণ
বন্যায় প্রায় পাঁচ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ, পাঠদান অনিশ্চিত