প্রকাশিত: ১৪ মে, ২০২২ ০৩:২৭:৫৩
তৌফিক এলাহী, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে বাঁশঝাড় থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ মে) সকাল ১০টার দিকে উপজেলার গন্ডগ্রাম কালিতলা বাঁশঝাড়ের ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রিক্তা আক্তার জানান, সকালে গোলাপি রঙের কামিজ পরিহিত একটি নারীর মরদেহ দেখতে পান এলাকাবাসী। ওই নারীর ওড়না বাঁশের সঙ্গে বাঁধা ছিল। আর ওড়নার আরেক প্রান্ত গলায় ফাঁস দেওয়া মাটিতে বসা অবস্থায় ছিল নারীটি। পরে স্থানীয়দের খবরে পুলিশ এসে ওই নারীর মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে শাজাহানপুর থানার তদন্ত পরিদর্শক আব্দুর রউফ বলেন, মৃতের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। মরদেহের শরীরে কোথাও আঘাত বা অন্য কোনো ক্ষতের চিহ্ন ছিল না। ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।।
প্রজন্মনিউজ২৪/মনিরুল
মুজিব বর্ষ উপলক্ষে প্রতিবন্ধী আতিক কে বসত বাড়ি নির্মাণ
এমসি কলেজ হোস্টেল থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার
গ্রেফতার হতে পারে যেকোনো সময় ইমরান খান!
রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকে মিলল অর্ধগলিত লাশ
বাগেরহাটে ট্রলির ধাক্কায় নিহত ২
সাজাপ্রাপ্ত আসামি ইউপি নির্বাচনে প্রার্থী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৮
বুশকে হত্যাচেষ্টার অভিযোগে ইরাকি যুবক গ্রেফতার