বেড়েছে রেস্টুরেন্টের খাবারের দাম

প্রকাশিত: ১৪ মে, ২০২২ ০১:২৩:২৫

বেড়েছে রেস্টুরেন্টের খাবারের দাম

নিত্যপণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে রাজধানীর হোটেল-রেস্টুরেন্টগুলোতেও।

হঠাৎ করে হোটেল-রেস্টুরেন্টে খাবারের দাম বাড়ায় বিভিন্ন পেশাজীবীসহ স্বল্প আয়ের যেসব মানুষ ঘরের বাইরে খাবার খান তারা বিপাকে পড়েছেন। 

ঢাকার অধিকাংশ খাবারের হোটেল ও রেস্টুরেন্টে গত কয়েক দিনে খাবারের দাম বৃদ্ধি পেয়েছে। ক্ষেত্রবিশেষে ১৫ থেকে ৩৫ শতাংশ হারে এই দাম বৃদ্ধি পেয়েছে। 

এ অবস্থায় হোটেলে খাওয়া নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের ভোগান্তি বেড়েছে। খাবারের দাম এতই বেড়েছে যে অনেকেই টাকা বাঁচাতে শুধু সবজি-ভাত দিয়ে দুপুর ও রাতের খাবার খাচ্ছেন।এতেও তাদের খরচ হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা। 

চাকরিপ্রত্যাশী মোস্তফা কামাল টিউশনি করে জীবিকা নির্বাহ করছেন। থাকেন মগবাজারের মেসে। হোটেলেই দুই বেলা খান।

 তিনি জানান, আগে ১০০ টাকায় ছোট এক পিস মাছ ও সবজি দিয়ে ভাত খেতেন। কিন্তু ঈদের পর থেকে সেই খাবার খেতে তার খরচ হচ্ছে প্রায় দেড় শ টাকা। এ জন্য শুধু ডাল আর ভর্তা দিয়ে এখন দুই বেলার খাবার খাচ্ছেন। 

হোটেলগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, ৩০ টাকার ডাল এখন ৩৫ টাকা, ১০ টাকার রুটি ১৫ টাকা, ৪০ টাকার ভাজি ৪৫ টাকা, ২০ টাকার পরোটা ২৫ টাকা, ১০ টাকার ডালপুরি ১৫ টাকা, ১০ টাকার চা ১৫ টাকা, ১৫ টাকার ডিমভাজি ২০ টাকা আর ১০ টাকার ভর্তা ২০ টাকায় বিক্রি হচ্ছে।

 খোঁজ নিয়ে জানা যায়, নিত্যপণ্যের দাম বাড়ার অজুহাতে হোটেল মালিকরা খাবারের দাম বাড়িয়ে দিয়েছেন।


প্রজন্মনিউজ২৪/নুরউদ্দিন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ