প্রকাশিত: ১৪ মে, ২০২২ ০১:১৬:৪২
নিউজ ডেস্ক: প্রবাদ আছে ‘প্রেম ও যুদ্ধের ক্ষেত্রে নাকি সবকিছুই ঠিক’। প্রেম করতে গিয়ে অনেক অদ্ভুদ ঘটনার জন্ম দিয়েছেন অনেকেই। তাই বলে প্রেমিকার বাড়িতে বোমা নিক্ষেপ! অবিশ্বাস্য হলেও এমনই এক অদ্ভুদ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরে।শুক্রবার (১৩ মে) রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
অভিযোগ উঠেছে, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রেমিকার বাড়ির লোকজনের উপর বোমা ছুঁড়েছে এক প্রেমিক। আর ওই বোমার আঘাতে তরুণীর পরিবারের চার জন আহত হয়েছে। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাণ্ডবেশ্বর থানার জামুড়িয়া ২নং ব্লকের ডোম-বাউড়িপাড়া এলাকার বাসিন্দা রাজীব বাউড়ির সঙ্গে ওই এলাকার এক তরুণীর প্রেমঘটিত সম্পর্ক ছিল। তবে ওই তরুণীর পরিবারের দাবি, এক বছর আগেই তাদের মেয়ে এই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছে।
কিন্তু ওই তরুণীর সঙ্গে সম্পর্ক ধরে রাখার জন্য সব রকম চেষ্টা চালাতে থাকেন রাজীব। অনুনয়-বিনয়ের পর ভয় দেখিয়েও সম্পর্ক জোড়া লাগাতে না পেরে একপর্যায়ে রাজীব ওই তরুণীকে খুনের হুমকি দেন বলেও অভিযোগ করেছে ওই পরিবার।
এরপরই শুক্রবার রাতে তরুণীর পরিবারের লোকজনকে উদ্দেশ্য করে বোমা নিক্ষেপ করেন রাজীব।
প্রজন্মনিউজ২৪/রেদওয়ান
ইমরান খানের লং মার্চ নিষিদ্ধ করল পাকিস্তান সরকার
সাজাপ্রাপ্ত আসামি ইউপি নির্বাচনে প্রার্থী
র্যাব দেশে সুবাতাস বয়ে আনছে: স্বরাষ্ট্রমন্ত্রী
থানা পোড়ানোর অভিযোগে,বোলডোজার দিয়ে অভিযুক্তদের বাড়ি গুঁড়িয়ে দিল পুলিশ!
চবি ছাত্রলীগ ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ,আহত ৫
ইভটিজিংয়ের দায়ে যুবকের বিনাশ্রম কারাদণ্ড: ভ্রাম্যমাণ আদালত
শ্রীলঙ্কায় স্কুল বন্ধ, জ্বালানি ঘাটতির কারণে