স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ধ্বংসপ্রাপ্ত ব্রিজ

ইউক্রেনের গুরুত্বপূর্ণ তিনটি ব্রিজ উড়িয়ে দিল রুশ সেনারা

প্রকাশিত: ১৩ মে, ২০২২ ০৫:৫৬:১০

ইউক্রেনের গুরুত্বপূর্ণ তিনটি ব্রিজ উড়িয়ে দিল রুশ সেনারা

খারকিভের কিছু অঞ্চল থেকে ইউক্রেনের সেনাদের প্রতিরোধের মুখে পিছু হটেছে রাশিয়ার সেনারা। 

কিন্তু ইউক্রেনের সেনারা যেন রুশদের বিরুদ্ধে আরও প্রতিরোধ গড়তে না পারে সেজন্য তিনটি ব্রিজ উড়িয়ে দিয়েছে রুশ বাহিনী।

ইউরোপীয়ান স্পেস এজেন্সির এবং ব্ল্যাকস্কাইয়ের স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ধরা পড়েছে ব্রিজ উড়িয়ে দেওয়ার বিষয়টি। 

১২ মে ব্ল্যাকস্কাইয়ের তোলা স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে সিভারস্কি দোনেৎস নদীর রুবিঝনে এবং স্টারি সালতাভ গ্রামের কাছে অবস্থিত একটি ব্রিজের মাঝে হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। 

এই গ্রামগুলো থেকে সম্প্রতি রুশ সেনাদের হটিয়ে দিয়েছিল ইউক্রেনের সেনারা। 

৮ মে ইউরোপীয়ান তোলা আরেকটি স্যাটেলাইট ছবিতে দেখাচ্ছে পেচচেং হাইডোইলেকট্রিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে অবস্থিত একটি ব্রিজও ধ্বংস হয়ে গেছে।

বর্তমানে উত্তরে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন গ্রাম ওহিরেতসেভে এবং বুহরুকভাতকায় মাত্র দুটি ছোট ব্রিজ আছে যেগুলোর মাধ্যমে নদী পার হওয়া যাবে।

কিন্তু এ ব্রিজগুলোর বর্তমান অবস্থান সম্পর্কে জানা যায়নি। কারণ আকাশ মেঘলা থাকার কারণে সেখানে স্যাটেলাইট থেকে ছবি তোলা যায়নি। 

কেন এ ব্রিজগুলো গুরুত্বপূর্ণ:  যদি এ ব্রিজগুলো সত্যি সত্যিই ব্যবহারের অনুপযোগী হয়ে যায় তাহলে রুশ সেনাদের হটানোর যে মিশনে ইউক্রেনের সেনারা নেমেছে সেটি ব্যাপকভাবে বাধাগ্রস্ত হবে। 

তাছাড়া খারকিভের সিভারস্কি দোনেৎস নদীর পূর্ব পাশে রাশিয়ার সেনাদের রশদ পরিবহনের গুরুত্বপূর্ণ স্থান। লুহানেস্ক ও ইজিয়ামে অভিযান চালানোর জন্য এ স্থানটিকে রশদ পরিবহনের কাজে ব্যবহার করছে রুশ বাহিনী। 

এ ব্রিজগুলো উড়িয়ে দেওয়ার কারণে এখন ইউক্রেনীয় সেনারা রাশিয়ার সেনাদের রশদকে লক্ষ্য করে কোনো হামলা চালাতে পারবে না। 

সূত্র: সিএনএন


প্রজন্মনিউজ২৪/নুরউদ্দিন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ