পুতিনের দাবি বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের জন্য পশ্চিমারা দায়ী

প্রকাশিত: ১৩ মে, ২০২২ ০৪:০৩:১৫

পুতিনের দাবি বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের জন্য পশ্চিমারা দায়ী

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে পশ্চিমারাই বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের সূত্রপাত করেছে বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

অর্থনীতি নিয়ে গতকাল বৃহস্পতিবার এক সরকারি বৈঠকে পুতিন এ দাবি করেন। বিশ্বব্যাপী মারাত্মক মুদ্রাস্ফীতির জন্যও তিনি রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞাকে দায়ী করেন।

ইউক্রেনে রাশিয়ার হামলার জেরে মস্কোর ওপর সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে কঠিন নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমারা। পশ্চিমাদের এ পদক্ষেপকে অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা হিসেবে অভিহিত করেছেন ক্রেমলিনের প্রধান।

পুতিন বলেন, পশ্চিমাদের নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী একটি সংকটকে উসকে দিচ্ছে। এ সংকট বিশ্বের কতিপয় দরিদ্র দেশের জন্য দুর্ভিক্ষের কারণ হবে।

পুতিন বলেন, এ পরিস্থিতির জন্য পুরোপুরি দায়ী পশ্চিমা দেশগুলো, যারা বিশ্বব্যাপী আধিপত্য বজায় রাখতে বাকি বিশ্বকে বলি দিতে দ্বিধা করে না।

পশ্চিমাদের নিষেধাজ্ঞার চাপ রাশিয়া সামাল দিচ্ছে বলে জানান পুতিন। তিনি বলেন, রাশিয়া আত্মবিশ্বাসের সঙ্গে বাহ্যিক চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এ জন্য তিনি রাশিয়ার সাম্প্রতিক বছরগুলোর সামষ্টিক অর্থনৈতিক নীতিকে বাহবা দেন। একই সঙ্গে তিনি রাশিয়ার অর্থনৈতিক সার্বভৌমত্বের পাশাপাশি প্রযুক্তি ও খাদ্যনিরাপত্তা জোরদারে পদ্ধতিগত সিদ্ধান্তের প্রশংসা করেন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। বিশ্ব অর্থনীতিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব স্পষ্ট।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)। এবার বৈশ্বিক অর্থনীতিতে প্রবৃদ্ধির পূর্বাভাস ৪ দশমিক ৭ শতাংশ থেকে কমিয়ে ২ দশমিক ৫ শতাংশে নামিয়ে এনেছে সংস্থাটি।
সুত্র: রয়টার্সের


প্রজন্মনিউজ২৪/মনিরুল

এ সম্পর্কিত খবর

তীব্র গরমে ঢাকার বাতাসের কী খবর

হাবিপ্রবি সংশ্লিষ্ট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাঁচবে হাজারও কোটি টাকার সম্পদ

৭ দাবিতে কুবি’র তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

চলতি বছর পবিত্র হজ্জ পালনের অনুমতি দেওয়া শুরু করেছে সৌদি আরব

ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহারের দাবিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ

যেকোনো উপায়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি: কাদের

অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে কৃষকের জনজীবন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ