প্রকাশিত: ০৬ মে, ২০২২ ০৯:০৯:২১
গত ২৪ ঘণ্টায় ১৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে গতকাল করোনা শনাক্ত হয়েছিল ৪ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭৬৬ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৫৫ শতাংশ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১২৭ জন অপরিবর্তিতই থাকল।
বৃহস্পতিবার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৭ হাজার ৪৬ জন।
২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৫৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৪৫৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
প্রজন্ম নিউজ/নূর
প্রেমিকার বোনকে হত্যা, প্রেমিকের আমৃত্যু কারাদন্ড
আগ্রাসী থাকার পরামর্শ দিলেন তাসকিনকে
রুয়েটে রোবটিক্স ফেয়ার 'রোবোট্রনিক ২.০' শুরু
সংখ্যালঘু শিক্ষকদের হত্যা, লাঞ্ছিত ও জমি দখলের প্রতিবাদে রাবিতে মানববন্ধন
বাড়ির পাশের ডোবায় মিলল স্কুল ছাত্রীর মরদেহ
তৃতীয় দিনে আদায়কৃত টোল ১ কোটি ৯৪ লাখ
দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস ৬০ কি.মি. বেগে