প্রকাশিত: ০৬ মে, ২০২২ ০৩:৩১:৪৪
বাংলাদেশের আট বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপ তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়ার বুলেটিনে আরও বলা হয়েছে, পশ্চিমাঞ্চলীয় নিম্নচাপটি পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
শুক্রবার সংস্থাটি জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানো ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশের ৬ বিভাগে বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মাঝে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে, ৯৪ মিলিমিটার।
বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে, ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এ দিনে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া, আগামী তিনদিন দেশে দিন ও রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
প্রজন্ম নিউজ/নূর
চাঁদের মাটিতে চিরতরে ঘুমিয়ে পড়েছে ল্যান্ডার বিক্রম, আশঙ্কা বিজ্ঞানীদের
শিশু-কিশোরদের নিয়ে সবুজ আন্দোলনের ব্যাতিক্রমী আয়োজন
ডেঙ্গুতে আক্রান্ত ৩০৩৩, মৃত্যু ১৯
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে র্যাবের বিশেষ রোবাস্ট পেট্রোল
এন্টি চাকমাসহ ৩ জনকে অপহরণের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
জনপ্রিয়তায় বাইডেনকে পেছনে ফেললেন ট্রাম্প
সহকারী জজ হলেন ইবির ৭ শিক্ষার্থী
বৃষ্টিপাত নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর