প্রকাশিত: ০২ মে, ২০২২ ১০:৩৭:২৯ || পরিবর্তিত: ০২ মে, ২০২২ ১০:৩৭:২৯
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।
সোমবার (২ মে) সন্ধ্যার দিকে জেলার সদর উপজেলার ইবি থানা ঝাউদিয়ার আস্থানগর গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আস্থানগর গ্রামের দাউদ মন্ডলের ছেলে লাল্লু (৪০), মৃত হাসেম আলীর ছেলে কাশেম (৫০), মৃত আবুল আলীর ছেলে রহিম (৫৫) ও আজিজের ছেলে মতিয়ার। এছাড়া আহতদের চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুষ্টিয়া ঝাউদিয়া ইউনিয়নের আস্থানগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কেরামত ও ফজলু গ্রুপের মধ্যে সন্ধ্যায় রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। পরে দফায় দফায় সংঘর্ষে উভয় গ্রুপের চারজন নিহত হয়।
প্রজন্ম নিউজ/নূর
পদ্মা সেতুতে নাট-বল্টু খুলে ভাইরাল হওয়া যুবক আটক
মালয়েশিয়ায় নতুন করে দুই হাজারের অধিক করোনায় আক্রান্ত
মোবাইল নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়ায় প্রাণ গেল গৃহবধূর
সুপ্রিম কোর্টের ১২ বিচারপতি করোনায় আক্রান্ত
থাইল্যান্ডে থাকাকালীন যে খাবারগুলো অবশ্যই খাবেন
ফ্রিজ ছাড়া মাংস সংরক্ষণের উপায়