প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২২ ১০:৪৬:১০
হিজাব ইস্যুতে এবার উত্তপ্ত জম্মু-কাশ্মীর। শিক্ষিকারা হিজাব পরতে পারবেন না— এমন নির্দেশনা জারি করেছে জম্মু-কাশ্মীরের একটি স্কুল। সেটি ঘিরেই উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজনীতিতেও।
জানা গেছে, এ নির্দেশিকা জারি করেছে ‘ডাগর পরিবার’ নামের একটি স্কুল। পুনের একটি এনজিও এবং ভারতীয় সেনাবাহিনী বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য স্কুলটি পরিচালনা করে। সেই স্কুল কর্তৃপক্ষই শিক্ষিকাদের উদ্দেশে নতুন নির্দেশনা জারি করেছে। যেখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে, স্কুলের মধ্যে শিক্ষিকারা হিজাব পরতে পারবেন না।
স্কুল কর্তৃপক্ষের দাবি, শিশুদের মনের মধ্যে যাতে ভয়ের সঞ্চার না হয়, তারা যাতে কোনো সংশয়ে না থাকে এবং অনেক বেশি নিরাপদ অনুভব করে, সেজন্যই এই নির্দেশনা দেওয়া হয়েছে। এর সমালোচনা করেছেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং উমর আবদুল্লা।
প্রজন্মনিউজ২৪/মনিরুল
৩ ভুলে বন্ধ হতে পারে নেটফ্লিক্স একাউন্ট
বন্যায় প্রায় পাঁচ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ, পাঠদান অনিশ্চিত
পঁচিশ হাজার মানুষের ভরসা একটি ভাঙ্গা সাঁকো
নতুন কায়দায় পদ্মা সেতু পার হচ্ছে মোটরসাইকেল
ফুচকা খাওয়াও বারণ হয়ে গেল এই দেশে! কেন?
দ. আফ্রিকার পানশালায় ২২ কিশোর-কিশোরীর রহস্যজনক মৃত্যু
শিক্ষার্থীদের বোরকা পরিধান নিষিদ্ধের অভিযোগ