প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২২ ১০:২৭:৫৩
চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তির আবেদন ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে শাখা প্রগতিশীল ছাত্র জোট। ২৫ এপ্রিল(সোমবার) বিকাল ৫ টায় ষোলশহর স্টেশনে এই কর্মসূচি পালন করেন তারা।
এসময় নেতাকর্মীদের হাতে শিক্ষা ও গবেষণায় বরাদ্দ বাড়াও,শিক্ষার্থীর ব্যায় কমাও;উচ্চশিক্ষা সংকোচনের ষড়যন্ত্র রুখে দাঁড়াও;ইত্যাদি লিখাসহ পোস্টার দেখা যায়।
ঋজু লক্ষ্মী অবরোধের সঞ্চালনায় সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চবি শাখার আহ্বায়ক ইসরাত জাহান জেরিন বলেন, "৬৫০ টাকা থেকে ৮৫০ টাকা ভর্তি ফি নির্ধারণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম উর্ধ্বগতি, সেখানে এই আবেদন ফি বৃদ্ধি সাধারণ শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে চরমভাবে ব্যাহত করবে।"
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চবি সংসদ এর সভাপতি প্রত্যয় নাফাক বলেন, "২০১৮-১৯ সালে যেভাবে খাতুনগঞ্জের আড়তদাররা পেঁয়াজের দাম সিন্ডিকেটের মাধ্যমে বৃদ্ধি করে এবং পেঁয়াজ আমদানি হয় নি অজুহাত দেখিয়ে দাম বৃদ্ধি করে, তেমনি বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন কারণ দেখিয়ে আবেদন ফি বৃদ্ধি করছে।" আমরা এই বর্ধিত আবেদন ফি প্রত্যাহার করার দাবী জানাই। এছাড়াও উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংস্কৃতিক সম্পাদক অর্প বড়ুয়া এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সদস্য দেবপ্রসাদ দে।
প্রজন্মনিউজ২৪/রেদওয়ান
পদ্মা সেতুতে নাট-বল্টু খুলে ভাইরাল হওয়া যুবক আটক
মালয়েশিয়ায় নতুন করে দুই হাজারের অধিক করোনায় আক্রান্ত
মোবাইল নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়ায় প্রাণ গেল গৃহবধূর
সুপ্রিম কোর্টের ১২ বিচারপতি করোনায় আক্রান্ত
থাইল্যান্ডে থাকাকালীন যে খাবারগুলো অবশ্যই খাবেন
ফ্রিজ ছাড়া মাংস সংরক্ষণের উপায়