ব্রিটিশ প্রধানমন্ত্রীর ইউক্রেন সফরে গিয়ে চমক

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২২ ০১:২০:০৭

ব্রিটিশ প্রধানমন্ত্রীর ইউক্রেন সফরে গিয়ে চমক

ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধীও গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী। ফলে রাজধানী কিয়েভ ও এর আশেপাশের এলাকা এবং চেরনিহিভ থেকে পিছু হঁটতে বাধ্য হয় রুশ বাহিনী।

এমন অবস্থায় হঠাৎ করেই ইউক্রেন সফরে গিয়ে চমকে দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। শুধু তাই নয়, প্রেসিডেন্ট জেলিলস্কির সঙ্গে রাজধানী কিয়েভের রাস্তাও ঘুরে দেখেছেন তিনি। শনিবার (৯ এপ্রিল) অনির্ধারিত সফরে গিয়ে জেলেনস্কির সঙ্গে বৈঠকও করেন বরিস জনসন।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিটের বরাত দিয়ে বিবিসি আরও জানিয়েছে, ইউক্রেনের জনগণের সঙ্গে সংহতি প্রদর্শনের জন্য এই সফর করেন বরিস জনসন। সফরে ইউক্রেনকে আর্থিক ও সামরিক সহযোগিতা দেওয়ার নতুন প্যাকেজ নিয়ে আলোচনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

সূত্র : বিবিসি


প্রজন্মনিউজ২৪/মনিরুল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ