প্রকাশিত: ১৪ মার্চ, ২০২২ ০২:৪৮:৩৫
রাবি প্রতিনিধি: আজ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের হল সম্মেলন । সকাল ১০টায় সম্মেলনের অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১টার দিকেও সম্মেলন শুরু হয়নি।
সরেজমিনে দেখা যায়, অনুষ্ঠানের মঞ্চ এখনো ফাঁকা। মঞ্চে ছাত্রলীগের কয়েকজন নেতা বিভিন্ন বিষয়ে মাঝেমধ্যে কথা বলছেন। এর মাঝেমাঝে সঙ্গীত চলছে।
ইতিমধ্যে অধিকাংশ নেতা সম্মেলন স্থলে উপস্থিত হলেও অনুষ্ঠানের প্রধান অতিথি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত হননি।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে প্রতিটি অ্যাকাডেমিক ভবন, বিভিন্ন রাস্তার মোড়, ছাত্রলীগের টেন্ট, টুকিটাকি চত্বর, আমতলা চত্বর, পরিবহন মার্কেট, আবাসিক হল গেট ছেঁয়ে গেছে ব্যানার, ফেস্টুনে। রঙবেরঙের পোস্টার আর নানা শুভেচ্ছা বার্তায় স্বাগত জানানো হয়েছে সম্মেলনের অতিথিদের। পদপ্রত্যাশীদের মাঝে বিরাজ করছে আনন্দ। ‘জয় বাংলা’সহ বিভিন্ন শ্লোগানে শ্লোগানে মুখরিত হচ্ছে ক্যাম্পাস অঙ্গণ।
প্রজন্মনিউজ২৪/সুইট
ইভিএম : কারিগরি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে ইসি
দূষিত রক্ত বের করে দিতে হবে আ.লীগ থেকে বললেন : ওবায়দুল কাদের
কাপুরুষরাই পারে মেয়েদের উপর আঘাত করতে: রিজভী
ঢাবিতে ছাত্রলীগ কর্মীর থাপ্পড়ে কানে শুনছেন না শিক্ষার্থী
রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকে মিলল অর্ধগলিত লাশ
বাগেরহাটে ট্রলির ধাক্কায় নিহত ২
ঝালকাঠিতে আ.লীগ-বিএনপির সংঘর্ষে পুলিশ সহ আহত ১০