প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী, ২০২২ ১২:১৪:৩৮
রাবি প্রতিনিধি: শহীদ ড. শামসুজ্জোহার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ জোহার মৃত্যুবার্ষিকী ও শিক্ষক দিবস পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (রুরু)।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ৯টায় এই কর্মসূচি পালন করে সংগঠনের সংবাদকর্মীরা।
পুষ্পস্তবক অর্পণ শেষে জোহা চত্বরে এক মিনিট নিরবতা পালন করেন তারা। এরপর সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ওয়াসিফ রিয়াদের সঞ্চালনায় বক্তব্য দেন সভাপতি রাশেদ শুভ্র।
এ সময় সভাপতি রাশেদ শুভ্র বলেন, ১৯৬৯ সালের আজকের এই দিনে ড. শামসুজ্জোহা ছাত্রদের জন্য জীবন দেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা আজকের দিনেই নানা কর্মসূচি পালনসহ দিবসটি জাতীয়করণের দাবি জানায়। কিন্তু বছরজুড়ে তেমন কোনো কর্মসূচি চোখে পরে না। ড. জোহা স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলে হয়ত এতদিনে দিবসটিকে জাতীয়করণ করা হতো। সেখানের শিক্ষক-শিক্ষার্থীরা তাদের দাবি অবশ্যই আদায় করে নিতেন। কিন্তু আমরা দাবি জানালেও তেমনভাবে দাবি হয়ত উপস্থাপন করতে পারছিনা।
তিনি বলেন, আমরা যেহেতু সাংবাদিকতা করি। আমাদেরও উচিত হবে নিজেদের জায়গা থেকে সৎ থেকে সর্বোচ্চটা করা। এসময় তিনি ড. জোহার নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংবাদকর্মী হিসেবে তাঁর প্রতি সম্মান অটুট রেখে ছাত্রদের জন্য ড. জোহার যে চাওয়া এবং তাঁর আত্মত্যাগ, সবার কাছে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
কর্মসূচিতে অন্যদের মধ্যে রাবি রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি আশিক ইসলাম ও মুজাহিদ হোসেন, কোষাধ্যক্ষ আসিফ আহম্মেদ দিগন্ত, দপ্তর সম্পাদক ফুয়াদ পাবলো, প্রচার ও প্রকাশনা সম্পাদক লাবু হক, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মারুফ হাসান মিলু, ক্রীড়া সম্পাদক মিনহাজ আবেদীন, পরিকল্পনা ও কর্মসূচি সম্পাদক ফাহিম আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রজন্মনিউজ২৪/আল-নোমান
লক্ষ্মীপুর ভিক্টোরি কলেজের উদ্যোগে মাদকবিরোধী র্যালি
নিপীড়ন ও দখলদারিত্বমুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে রাবিতে অনশন
ইদুল আজহায় রাবিতে ১৫ দিনের ছুটি, ঢাবিতে ৯
পদ্মা সেতু উদ্ধোধন : বুটেক্সে উদযাপন
পদ্মাসেতু আমাদের আত্মমর্যাদার প্রতীক: ববি উপাচার্য
বিএনপি-জামায়াত জনগণের প্রতিপক্ষ: রাবি উপাচার্য