প্রবাসী কল্যাণ ভবনে দুদকের অভিযান

প্রকাশিত: ১৮ জানুয়ারী, ২০১৭ ০৫:৫৩:৩৬

প্রবাসী কল্যাণ ভবনে দুদকের অভিযান

দালাল চক্রের দৌরাত্ম্য প্রতিরোধসহ জনশক্তি, প্রশিক্ষণ ও কর্মসংস্থান অধিদপ্তরের দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের টিম প্রায় দুই ঘণ্টা এ অভিযান চালায়।

বিদেশ যেতে ইচ্ছুক মানুষের হয়রানির অভিযোগ খতিয়ে দেখতে ১১টায় প্রবাসী কল্যাণ ভবনে যায় দুদকের ছয় সদস্যের টিম। তারা বিভিন্ন অভিযোগ ও সমস্যা নিয়ে প্রশ্ন করে জনশক্তি, প্রশিক্ষণ ও কর্মসংস্থান অধিদপ্তরের মহাপরিচালকে। সাধারণ মানুষ যেন অধিদপ্তরে এসে হয়রানির শিকার না হয় সে লক্ষ্যে কাজ করা হবে বলে জানায় দুদক।

তবে জনশক্তি, প্রশিক্ষণ ও কর্মসংস্থান অধিদপ্তরের কর্মকর্তাদের দাবি তাদের প্রতিষ্ঠানে দুর্নীতি নেই। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তারা।

তদন্তের স্বার্থে অধিদপ্তরের দুর্নীতির অভিযোগের বিষয়ে বিস্তারিত জানায়নি দুদক।

প্রজন্মনিউজ২৪/এস ইউ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ