মেট্রোরেল লেনের সংযোগ সম্পন্ন, দৃশ্যমান উত্তরা-মতিঝিল

প্রকাশিত: ২৭ জানুয়ারী, ২০২২ ০৬:১২:২৬

মেট্রোরেল লেনের সংযোগ সম্পন্ন, দৃশ্যমান উত্তরা-মতিঝিল

মেট্রোরেল প্রকল্পের উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত অংশের ভায়াডাক্টের মধ্যে ইরেকশন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থিত পিয়ার নং ৫৮২ ও ৫৮৩ এর সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে দুই অংশের মধ্যে ইরেকশন সম্পন্ন হয়। ফলে প্রথম একটি লেনের পুরোপুরি কাজ শেষ হলো।

এসময় অনলাইনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে যুক্ত ছিলেন রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।

তিনি বলেন, মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত লাইনের ইরেকশন সম্পন্ন হয়েছে। এর সার্বিক গড় অগ্রগতি ৭৪ শতাংশ।

ঢাকার যানজট নিরসন ও নগরবাসীর যাতায়াত আরামদায়ক ও নির্বিঘ্ন করতে ২০১২ সালে গৃহীত হয় মেট্রোরেল প্রকল্প। এ প্রকল্পের দৈর্ঘ্য হবে উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত, ২০ দশমিক ১ কিলোমিটার। অর্থাৎ এ এলাকায় বসবাসকারী লাখো নগরবাসী মেট্রোরেল ব্যবহার করে গন্তব্যে যাতায়াত করতে পারবেন।

এ প্রকল্পে ২৪ সেট ট্রেন চলাচল করবে। প্রত্যেকটি ট্রেনে থাকবে ৬টি করে কার। ঘণ্টায় ১শ’ কিলোমিটার বেগে ছুটবে যাত্রী নিয়ে।


প্রজন্মনিউজ২৪/সুইট

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ