রেঁস্তোরায় রমরমা ইয়াবা কারবার, অভিযানে যুবক আটক

প্রকাশিত: ২৭ জানুয়ারী, ২০২২ ১০:৩৯:২৫

রেঁস্তোরায় রমরমা ইয়াবা কারবার, অভিযানে যুবক আটক

নোয়াখালী সদর উপজেলার একটি রেঁস্তোরার চাইনিজ হল রুমে অভিযান চালিয়ে এক ইয়াবা কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতারকৃত শাহা মিরন ওরফে শাওন (২৪) সদর উপজেলার নোয়াখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের লক্ষীনারায়ণপুর গ্রামের গফুর কন্ট্রাক্টারের বাড়ির মো. জামাল উদ্দিন বাদলের ছেলে।

গত মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাত ৯টার দিকে নোয়াখালীর সদর উপজেলার পৌর এলাকার ৩নং ওয়ার্ডের নোয়াখালী সুপার মার্কেটের আলীফ রেস্তোরার চাইনিজ হল রুমে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-১১।

বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-৩ লক্ষীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর একটি আভিযানিক দল নোয়াখালী পৌরসভার নোয়াখালী সুপার মার্কেটের আলীফ রেস্তোরার চাইনিজ হল রুমে অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে গ্রেফতার করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপর এক আসামি কৌশলে পালিয়ে যায়। এ সময় গ্রেফতারকৃত আসামির কাছে থেকে ২০০ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রয়ের ১৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য অনুমানিক ৬০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামি জিজ্ঞাসাবাদে জানায় তার সহযোগী পলাতক আসামি শুভ আহম্মেদ (২৮)। সে নোয়াখালী পৌরসভার ১নং ওয়ার্ডের মধুসূদনপুর গ্রামের ডাক্তার হাই সাহেবের বাড়ির বাসিন্দা।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সুধারাম থানায় হস্তান্তর করা হয়েছে। ওই মামলায় তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।


প্রজন্মনিউজ২৪/মিঠুন হাসান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ