আইসিসির বর্ষসেরা সাকিব নন, বাবর

প্রকাশিত: ২৪ জানুয়ারী, ২০২২ ০৫:১৩:৩৬

আইসিসির বর্ষসেরা সাকিব নন, বাবর

সাকিব আল হাসান ও বাবর আজমের মধ্যে আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কারের জন্য জোরদার লড়াই ছিল । এমনটা নয় যে, মনোনীত আরও দুই ক্রিকেটার পল স্টার্লিং ও জানেমন মালান খুব একটা পিছিয়ে ছিলেন দৌড়ে।

তবে শেষমেশ বাকিদের পেছনে ফেলে খেতাব উঠল পাক অধিনায়কের হাতে। ২০২১ সালের সার্বিক পারফর্ম্যান্সের নিরিখে এবার আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার জিতলেন বাবর। খবর হিন্দুস্তান টাইমসের।

বাবর আজম ২০২১ সালে ৬টি ওয়ানডে ম্যাচে ৬৭.৫০ গড়ে ৪০৫ রান সংগ্রহ করেন। তিনি সেঞ্চুরি করেন ২টি।

অন্যদিকে, বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান ২০২১ সালে ৯টি ওয়ানডে ম্যাচে ৩৯.৫৭ গড়ে ২৭৭ রান সংগ্রহ করেন। হাফসেঞ্চুরি করেন ২টি। বল হাতে ১৭.৫২ গড়ে ১৭টি উইকেট নেন।

পল স্টার্লিং ২০২১ সালে ১৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে সবথেকে বেশি ৭০৫ রান সংগ্রহ করেন। ব্যাটিং গড় ৭৯.৬৬। তিনি ৩টি সেঞ্চুরি ও ২টি হাফসেঞ্চুরি করেন। দক্ষিণ আফ্রিকার জানেমন মালান ২০২১ সালে ৮টি ওয়ানডে ম্যাচের ৭টি ইনিংসে ৮৪.৮৩ গড়ে ৫০৯ রান সংগ্রহ করেন। সেঞ্চুরি করেন ২টি। হাফসেঞ্চুরি করেন ২টি।


প্রজন্মনিউজ২৪/সুইট

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ