প্রকাশিত: ২৪ জানুয়ারী, ২০২২ ০৪:৩৯:৫৫
মনিরুল ইসলাম, চৌগাছা (যশোর) প্রতিনিধি: পুলিশ সুপারের নির্দেশে যশোরে টানা দুদিনে তিনটি মাদক নির্মূল অভিযানে বিভিন্ন এলাকা থেকে মাদক কারবারিদের আটক করে, যশোর গোয়েন্দা সংস্থার ডিবি পুলিশ।
২৪ জানুয়ারি ( সোমবার) ও ২৩ জানুয়ারি ( রবিবার) যশোর ডিবি পুলিশের এসআই শফি আহমেদ রিয়েল ও এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে বেনাপোল পোর্ট থানা ও শার্শা থানা এবং কোতোয়ালি মডেল থানা থেকে মোট ৪ জনকে আটক করে ডিবি পুলিশ।
আটককৃত আসামী, বেনাপোল পোর্ট থানার, পুটখালী গ্রামের, আঃ রাজ্জাকের ছেলে, আলম হোসেন (৩০)। শার্শা থানার, গোপীনাথপুর বটতলা গ্রামের, আব্দুল শুকুরের ছেলে,আব্দুল অহেদ (৫২)। এবং একি থানা ও গ্রামের, মৃত- আব্দুল বারেকের ছেলে, স্বপন হোসেন (৩৩)। কোতোয়ালি থানার, রুপদিয়া পূর্বপাড়া, গ্রামের, মৃত- সুধীর বিশ্বাসের ছেলে,চিত্ত রঞ্জন বিশ্বাস (৬০)।
এ সময় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ফেনসিডিল ও গাঁজা পাওয়া যায়।
এই সংক্রান্তে যশোর জেলার পুলিশ সুপার বলেন, সংশ্লিষ্ট থানায় প্রত্যেকের নামে মাদক আইনে মামলা করা হয়েছে এবং তাদের সকলকে কারাগারে পাঠানো হয়েছে।
প্রজন্মনিউজ২৪/সুইট
যৌন কর্মীদের আইনগত স্বীকৃতি দিয়েছে ভারতীয় আদালত
লিভারপুল বনাম রিয়াল মাদ্রিদ: ইউরোপের ইতিহাসে একটি দর্শনীয় ফাইনাল
১০ উইকেটের বিশাল ব্যাবধানে সিরিজ জিতল শ্রীলঙ্কা
টেবিল ঘড়ি প্রতীক নিয়ে লড়বেন সাক্কু
কাশ্মীরে টিকটক অভিনেত্রীকে গুলি করে হত্যা
রিজভী ও শ্রাবণ সহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা
বাংলাদেশে সার সংকট হতে পারে যুদ্ধের কারণে
বোরহান উদ্দিনে ৬০ পিচ ইয়াবা সহ আটক ২