প্রকাশিত: ২৪ জানুয়ারী, ২০২২ ১২:০৭:০২
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বর্তমান সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ চায় শিক্ষক সমিতি। পাশাপাশি শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের সহিংসতার শিকার না হন সে বিষয়টিও নিশ্চিত করতে বলেছেন তারা।
রোববার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে গতকাল রবিবার বিকেল ৩টার দিকে বৈঠকে বসেন শিক্ষক সমিতির নেতারা। টানা পাঁচ ঘণ্টা বৈঠক শেষে রাত ৮টার পরে তুলসী কুমার দাস বলেন, ‘শিক্ষার্থীদের ওপর যে হামলার ঘটনা ঘটেছে, তার নিন্দা জানিয়েছি। সেই সঙ্গে সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের শাস্তির আওতায় আনার আহ্বানও জানিয়েছি আমরা। ’
আন্দোলনরত শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সেদিকে প্রশাসনকে নজর রাখার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়—‘শিক্ষার্থীদের অনশন ভাঙানোর ব্যাপারে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। উপাচার্যের পদত্যাগের বিষয়টি যেহেতু সরকারের এখতিয়ার, আমরা এ ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ করছি। ’
শিক্ষক সমিতির পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতির বিষয়ে উল্লাস প্রকাশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থী মোহাইমিনুল বাশার রাজ বলেন, ‘এটা আমাদের আন্দোলনের প্রাথমিক বিজয়। আমরা চূড়ান্ত বিজয়ের কাছাকাছি পৌঁছে গেছি। ’
শিক্ষক সমিতির নিন্দা : গত রাতে শিক্ষক সমিতি এক বিবৃতিতে উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ ও গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করার নিন্দা জানিয়েছে। বিবৃতিতে সমিতি জানায়, শিক্ষক সমিতি এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই সমর্থন করে না। আন্দোলনকারীরা সব ধরনের সহিংসতা পরিহার করবে বলে শিক্ষক সমিতি আশা করে।
প্রজন্মনিউজ২৪/আল-নোমান
সিসি ক্যামেরা দিয়ে পুরো ঢাকাকে নিরাপদ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের ব্যাংক খাতের মূল চ্যালেঞ্জ, ডলারের দাম বৃদ্ধিতে
গায়ে রক্ত মেখে মৃতের ভান করে শুয়ে ছিল ১১ বছরের সেরিলো
বরগুনায় মাদ্রাসা ছাত্রকে শারীরিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
যৌন কর্মীদের আইনগত স্বীকৃতি দিয়েছে ভারতীয় আদালত
গাইবান্ধায় অচেনা প্রানীর আক্রমনে ৪০ জন আহত
লিভারপুল বনাম রিয়াল মাদ্রিদ: ইউরোপের ইতিহাসে একটি দর্শনীয় ফাইনাল
হরিণাকুন্ডুতে স্কুল ছাত্রকে রড দিয়ে পিটিয়ে যখম