বগুড়ায় শিক্ষার্থীদের মানববন্ধনে অধ্যক্ষ ও ছাত্রলীগের বাধা

প্রকাশিত: ২৩ জানুয়ারী, ২০২২ ০৪:৫৬:৩২

বগুড়ায় শিক্ষার্থীদের মানববন্ধনে অধ্যক্ষ ও ছাত্রলীগের বাধা

সাবিক ওমর সবুজ ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া সরকারি আজিজুল হক কলেজে শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচিতে বাধা দেয়ার ঘটনা ঘটেছে। রোববার (২৩ জানুয়ারী) বেলা ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান সকল পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে এ ঘটনা ঘটে।

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ অধ্যক্ষের উপস্থিতিতে তাদের ব্যানার ছিনিয়ে নেয়া হয়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরাও তাদের কর্মসূচিতে বাঁধা প্রদান করে। এসময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এমনকি এসব ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় এক পত্রিকার সংবাদকর্মীর সাথেও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা।

পূর্ব ঘোষণা অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমানসহ সকল স্থগিত পরীক্ষা দ্রুত সম্পন্নের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধনে দাঁড়ান। এসময় কলেজ অধ্যক্ষ মানববন্ধন না করে আলোচনায় অংশগ্রহণের কথা জানান। তারপরেও কিছু শিক্ষার্থী তাদের কর্মসূচি চালিয়ে নেয়ার কথা বললে অধ্যক্ষের উপস্থিতিতে তাদের ব্যানার কেড়ে নেয়া হয়। এরপরেই সাধারণ শিক্ষার্থীরা ব্যানার ছিনিয়ে নেয়াসহ কর্মসূচিতে বাঁধা দেয়ার প্রতিবাদ জানান।

মানববন্ধনকারীরা বলেন, আমরা সাধারণ শিক্ষার্থী শান্তিপূর্ণভাবে মানববন্ধন করতে এসেছি। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিয়ে আসছিল। ইতিমধ্যে অনার্স চতুর্থ বর্ষের ছয়টি পরীক্ষা শেষ হয়েছে। মাত্র তিনটি পরীক্ষা বাকি আছে। এরই মধ্যে চলমান পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।’

শিক্ষার্থীদের দাবি দেশে এখন সব ধরনের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কার্যক্রম চলমান। শুধু পরীক্ষা স্থগিত কেন? শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ কেন? তাদের স্বপ্ন দ্রুত পরীক্ষা শেষ করে কর্মস্থলে গিয়ে পরিবারের হাল ধরা।

কর্মসূচিতে অংশ নেয়া সাধারণ শিক্ষার্থীদের পক্ষে নিয়তি সরকার নিতু বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মানববন্ধন করার জন্য এসেছিলাম। কিন্তু আমাদের অধ্যক্ষ স্যার মানববন্ধন করতে না দিয়ে কর্মসূচির ব্যানার কেড়ে নেন। এমনকি ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের কর্মসূচিতে বাঁধা প্রদান করে। সারাদেশে যদি সব কিছু চলতে পারে তাহলে আমরাও স্বাস্থ্যবিধি মেনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশ নিতে চাই।’

উপস্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করে জানান, সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন রাজনৈতিক দলের প্ররোচনায় এবং অপশক্তি একাত্মতা প্রকাশ করেছিল। যখন সাধারণ শিক্ষার্থীরা দেখল তাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে তখন তারা তাদের কর্মসূচি স্থগিত করে নেয়। বাংলাদেশ ছাত্রলীগ তাদের এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছে এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার ব্যাপারে জানানো হয়েছে।

সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী জানান, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন। এর মধ্যেই কিছু শিক্ষার্থী পরীক্ষা নেয়ার দাবিতে ক্যাম্পাসে জড়ো হয়েছিল। পরে তাদের ডেকে নিয়ে আন্দোলন না করে স্মারকলিপি দেয়ার পরামর্শ দেয়া হয়।


প্রজন্মনিউজ২৪/সুইট

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ