পরীক্ষা চালু রাখার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত: ২৩ জানুয়ারী, ২০২২ ০২:৪১:১৯ || পরিবর্তিত: ২৩ জানুয়ারী, ২০২২ ০২:৪১:১৯

পরীক্ষা চালু রাখার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

তৌফিক এলাহী, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আজ (২৩ জানুয়ারি) ১১ টায় সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধন সর্ম্পূন করতে মাননীয় অধ্যক্ষের নির্দেশক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং শিক্ষা মন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়। 

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের  মাননীয় অধ্যক্ষ শাজাহান আলী শিক্ষার্থীদের আশ্বস্ত করেন অতি দ্রুত চলমান পরীক্ষাগুলো সর্ম্পূন করা। এসময় শিক্ষার্থীরা অধ্যক্ষের কথার উপর ভিত্তি করে মানববন্ধন স্থগিত করেন।

মানববন্ধন চলাকালে কিছু শিক্ষার্থীরা বিশৃঙ্খলার সৃষ্টি করেন এ সময় মানববন্ধন এর আয়োজক কমিটি বলেন, শান্তিপূর্ণ মানববন্ধনের ডাক দিয়েছে কোনরকম সরকারবিরোধী বা কলেজ বিরোধী কার্যক্রমের সাথে আমরা সাধারণ শিক্ষার্থীর সম্পৃক্ত নই। যে বা যারা ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন তারা কোনভাবেই আমাদের দলভুক্ত নয়। তাদের মতামত এবং কার্যক্রমের সাথে আমাদের আজকের মানববন্ধনের কোন মিল নেই বিধায় দ্রুত আমাদের মানববন্ধন স্থগিত করতে বাধ্য হই।


প্রজন্মনিউজ২৪/সুইট

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ