প্রকাশিত: ২২ জানুয়ারী, ২০২২ ০৪:৫৬:৫২
বিশ্বব্যাপী করোনাভাইরাসের অমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কের মাঝে আক্রান্ত ও মৃতের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৯টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ কোটি ৬৮ লাখ ৫৬ হাজার ৪৩২। মৃতের সংখ্যা ৫৬ লাখ তিন হাজার ১৬০ জন।
এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ কোটি ৬৫ লাখ ৮৫ হাজার ৩৪৩ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ১৩ লাখ ৯৪ হাজার ৫৭৯ জন এবং মৃত্যুবরণ করেছে আট লাখ ৮৭ হাজার ৬৪৩ জন।
এদিকে, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ২২ হাজার ৬৪৭ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ৩৭ লাখ ৫৭ হাজার ৭৪১ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
যুক্তরাজ্যে মোট করোনা শনাক্তের সংখ্যা এক কোটি ৫৭ লাখ ৯ হাজার ৫৯ জন। এবং এ পর্যন্ত মারা গেছেন ১৫ লাখ তিন হাজার ৪৯০ জন।
ভারতে মোট তিন কোটি ৮৯ লাখ এক হাজার ৪৮৫ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৮৮ হাজার ৯১১ জনে।
প্রজন্মনিউজ২৪/সুইট
মিয়ানমারে কমছে মুদ্রার মান স্যানিটারি প্যাড কেনার টাকা নেই
দেশের ব্যাংক খাতের মূল চ্যালেঞ্জ, ডলারের দাম বৃদ্ধিতে
ক্ষতিগ্রস্তরা নতুন মার্কেটে দোকান বরাদ্দ চান
২০টিরও বেশি দেশে মাঙ্কিপক্সে ২০০ জন আক্রান্ত: বিশ্বস্বাস্থ্য সংস্থা
১০ উইকেটে বাংলাদেশের হার, শ্রীলঙ্কার সিরিজ জয়
যৌন কর্মীদের আইনগত স্বীকৃতি দিয়েছে ভারতীয় আদালত
ঝিনাইদহ পৌরসভা নির্বাচন ,মেয়র প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ