প্রকাশিত: ২২ জানুয়ারী, ২০২২ ০১:৩৮:১০ || পরিবর্তিত: ২২ জানুয়ারী, ২০২২ ০১:৩৮:১০
সৈনিক পদে ট্রেড-২ (বিশেষ পেশায়) শাখায় জনবল নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী। নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ থাকতে হবে। তবে পেইন্টার ডেকোরেটর (পিডি) এবং পেইন্টার পেশার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে।
শারীরিক যোগ্যতা : পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি, বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি। ওজন কমপক্ষে ৪৯.৯০ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি, স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি। নারী প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ৫ ফুট ১ ইঞ্চি। ওজন কমপক্ষে ৪৭ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি, স্ফীত ৩০ ইঞ্চি। নারী ও পুরুষ উভয় প্রার্থীর অবশ্যই সাঁতার জানতে হবে।
বয়স : ৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের হিসেবে প্রার্থীর বয়স ১৭ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।
ট্রেড-২ শাখায় নিয়োগপ্রাপ্তদের কুক, কার্পেন্টার, কাটিং অ্যান্ড জয়েনিং (সিঅ্যান্ডজে) ও ব্যান্ডসম্যান (বাদক) হিসেবে দায়িত্ব পালন করতে হবে। তাই এসব কাজে পরদর্শীরাই বাছাই পরীক্ষায় অগ্রাধিকার পাবনে।
⏵কুক : এই ক্যাটাগরির প্রার্থীদের উন্নতমানের রান্নায় পারদর্শী হতে হবে। ইকুইপমেন্ট অ্যান্ড বুট রিপেয়ার (ইঅ্যান্ডবিআর) পদের জন্য আগ্রহী প্রার্থীদের বুট মেরামত/সেলাইয়ে পারদর্শী হতে হবে। টেইলার পদের জন্য প্রার্থীদের সেলাইয়ের ওপর ন্যূনতম তিন মাসের প্রশিক্ষণ থাকতে হবে। বিশেষ করে শার্ট ও প্যান্ট সেলাইয়ে পারদর্শী হতে হবে।
⏵কার্পেন্টার এবং কাটিং অ্যান্ড জয়েনিং (সিঅ্যান্ডজে) : প্রার্থীদের কাঠমিস্ত্রি কাজে পারদর্শী হতে হবে। পেইন্টার/পেইন্টার ডেকোরেটর (পিজি) পেশায় যোগদানে আগ্রহীদের পেইন্টিং কাজে পারদর্শী হতে হবে।
⏵ব্যান্ডসম্যান (বাদক) : এই ক্যাটাগরির ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রে (ড্রাম, ব্রাশ ব্যান্ড (বিবি) ক্ল্যারিনেট, পাইপ ব্যান্ড (পিবি) ও ব্রাশ ব্যান্ড ট্রামপেটে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের সময়সীমা : ২৩ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত।
আবেদনের লিংক : http://sainik.teletalk.com.bd
প্রজন্মনিউজ২৪/আল-নোমান
চবি সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহবুব ও ইমাম
তৃতীয় লিঙ্গের জনপ্রতিনিধি পিংকি খাতুন সবার আস্থার প্রতিক
৮ দফা দাবিতে নোবিপ্রবি উত্তাল, ৭২ ঘন্টার আল্টিমেটাম
পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে লেগেছে উন্নয়নের ছোঁয়া
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ভবন নির্মাণ
ইসরয়েল-ফিলিস্তিনকে যে আহ্বান জানালেন ব্লিঙ্কেন
৬ দফা দাবি আদায়ে পবিপ্রবি কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট
চবি সাংবাদিক সমিতির নির্বাচন, ৭ পদে ১০ প্রার্থী
এসএমই ব্যবসায়ীদের কাজে ৭৮% ঘুষ দিতে হয়
উত্তর কোরিয়া রাশিয়ার সাথে অস্ত্রের লেনদেনের কথা অস্বীকার করেছে