নব যুগলের বিবাহ প্রকাশনা 'রসমালাই' মোড়ক উন্মোচন

প্রকাশিত: ২২ জানুয়ারী, ২০২২ ১২:৫৭:৫১ || পরিবর্তিত: ২২ জানুয়ারী, ২০২২ ১২:৫৭:৫১

নব যুগলের বিবাহ প্রকাশনা 'রসমালাই' মোড়ক উন্মোচন

কুমিল্লা প্রতিনিধি: নতুন দম্পতির সাহিত্য পত্রিকা রসমালাইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। এ ম্যাগাজিনের শুভেচ্ছা মূল্য প্রার্থনা। শুক্রবার কুমিল্লা কবি কাজী নজরুল ইন্সটিটিউট কেন্দ্রের মুক্ত মঞ্চে মোড়ক উন্মোচন করা হয়। রসমালাই নামের ১২ পাতার বিবাহ সাময়িকীতে ৩৩ জন লেখকের কবিতা, ছড়া, প্রবন্ধ, রম্য গল্প, স্মৃতিকথা, অভিজ্ঞাতা ও সংবাদ রয়েছে। 

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি ছিলেন ছড়াকার জহিরুল হক দুলাল, ডা. ইকবাল আনোয়ার, কবি সৈয়দ আহমেদ তারেক, দেলোয়ার হোসেন আকাইদ, শিল্পী শাহীন, মাহফুজ নান্টু প্রমুখ। 

সাহিত্য সংগঠন সমতট পড়ুয়ার আয়োজনে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অভিষেক কর, সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি স্মরণ মজুমদার রাজীব। উপস্থিত ছিলেন সংগঠনের তত্বাবধায়ক মুক্তি সাহা ঈশিতাসসহ সমতট পড়ুয়া পরিবার, প্রথম আলো বন্ধুসভা, সনাক ইয়েস গ্রুপ সদস্যবৃন্দ, সাহিত্য সংগঠন ক্যাম্পাস বার্তা পরিবার, ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। 

রসমালাই সম্পাদক আবু সুফিয়ান রাসেল বলেন, বিবাহের স্মৃতি ধরে রাখতে সাহিত্য প্রকাশনা। কোন বিজ্ঞাপন ছাড়া সেলামির টাকায় তা প্রকাশ হয়েছে। 
সমতট তথা কুমিল্লা অঞ্চলে রসমালাই ছাড়া বিয়ে যেনো অপরিপূর্ণ।  তাই জনপ্রিয় মিষ্টান্নের সাথে মিল রেখে এ নাম করণ করা হয়েছে। 


প্রজন্মনিউজ২৪/আল-নোমান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ