৫৪ যাত্রীর ৩৬ জনের করোনা পজিটিভ, লকডাউনে কিরিবাতি

প্রকাশিত: ২২ জানুয়ারী, ২০২২ ১১:৫৫:৫০ || পরিবর্তিত: ২২ জানুয়ারী, ২০২২ ১১:৫৫:৫০

৫৪ যাত্রীর ৩৬ জনের করোনা পজিটিভ, লকডাউনে কিরিবাতি

 

করোনাভাইরাসের কারণে প্রত্যন্ত দ্বীপ দেশ কিরিবাতিতে প্রথমবারের মতো লকডাউন ঘোষণা করা হয়েছে। দেশটিতে গত ১০ মাসের মধ্যে প্রথম আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীদের মধ্যে করোনা ধরা পড়েছে।
 
ফিজি থেকে আসা একটি ফ্লাইটের ৫৪ যাত্রীর ৩৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর লকডাউন ঘোষণা করেছে কিরিবাতি। তবে এ লকডাউনর কতদিন কার্যকর থাকবে তা জানায়নি দেশটির সরকার। 

শনিবার থেকে লকডাউন কার্যকর করা হয়েছে। লকডাউনের কারণে দ্বীপরাষ্ট্রটির নাগরিকরা বাড়ির বাইরে বের হতে পারবেন না। সামাজিক সমাবেশও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 

কিরিবাতি বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন দ্বীপগুলোর একটি। এটি তার নিকটতম মহাদেশ উত্তর আমেরিকা থেকে প্রায় ৫০০০ কিলোমিটার দূরে। সে জন্য দেশটিতে করোনা সেভাবে ছড়াতে পারেনি। গত সপ্তাহ পর্যন্ত দেশটিতে করোনায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা ছিল মাত্র ২ জন। সূত্র: বিবিসি।


প্রজন্মনিউজ২৪/মিঠুন হাসান


 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ