কচাকাটায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

প্রকাশিত: ২০ জানুয়ারী, ২০২২ ০৬:৪৪:৪৭ || পরিবর্তিত: ২০ জানুয়ারী, ২০২২ ০৬:৪৪:৪৭

কচাকাটায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

মাহমুদুন্নবী, কচাকাটা (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কচাকাটা ইউনিয়নে হতদরিদ্র মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন কচাকাটা ইউনিয়নের আর্ত-মানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন, কচাকাটা ইউনিয়ন মানবকল্যাণ সংস্থা।

আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারী) সকাল ১০ ঘটিকায় ইউনিয়নের বটতলা দারুস সুন্নাহ নূরানী, ক্বওমী ও রুকাইয়া জান্নাত বালিকা মাদ্রাসায় আনুষ্ঠানিকভাবে এলাকার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

এ অনুষ্ঠানে সংস্থাটির প্রধান উদ্দোক্তা মাহবুবুল আলমের সভাপতিত্বে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সংস্থাটির নির্বাহী সদস্য আতিকুর রহমান, মোশাররফ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে খাইরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংস্থাটির প্রধান উদ্দোক্তা মাহবুবুল আলম জানান, এ সংগঠনটি ২০১৮ সালে প্রতিষ্ঠাকালীন সময় থেকেই বিভিন্নভাবে হতদরিদ্র ও গরীব মানুষদের সহযোগিতার ধারাবাহিকতায় আজকেও কচাকাটা ইউনিয়নের বেশ কয়েকটি মাদ্রাসার হতদরিদ্র শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হলো।


প্রজন্মনিউজ২৪/সুইট

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ