প্রকাশিত: ২০ জানুয়ারী, ২০২২ ০৩:৩৩:০৬
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে গতকাল বুধবার (১৯ জানুয়ারি) দুপুর ৩টা থেকে আমরণ অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা। এরইমধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
অসুস্থ হয়ে পড়ায় অনশনে অংশ নেওয়া পাঁচ শিক্ষার্থীর শরীরে আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) স্যালাইন দেওয়া হয়েছে। এদিকে, কাজল দাস নামের এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাজল জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনলজি বিভাগের ১৭-১৮ সেশনের শিক্ষার্থী। আজ (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় তাকে রাগীব রাবেয়া হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল বুধবার (১৯ জানুয়ারি) সারারাত রাত প্রচণ্ড শীতের মধ্যে উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীরা অনশন করেছেন। এদিকে, উপাচার্যের নিরাপত্তার খাতিরে সেখানে অতিরিক্ত পুলিশও দায়িত্ব পালন করছে।
আজ (২০ জানুয়ারি) দুপুর ২টায় এ প্রতিবেদন লেখার সময়ও তারা অনশন চালিয়ে যাচ্ছিলেন। অনশনে অংশ নেওয়া শিক্ষার্থীরা পানিও পান করতে চাইছেন না। গতকাল (১৯ জানুয়ারি) রাতের মতো আজ (২০ জানুয়ারি) বৃহস্পতিবারও শিক্ষকরা এসে শিক্ষার্থীদের অনশন ভাঙাতে ব্যর্থ হয়েছেন।
প্রজন্মনিউজ২৪/সুইট
সুষ্টুভাবে সম্পন্ন হয়েছে ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা
পাকিস্তানে নির্বাচনে ইভিএম বাতিল করে পার্লামেন্টে বিল পাস
টেবিল ঘড়ি প্রতীক নিয়ে লড়বেন সাক্কু
চলছে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা
অধ্যক্ষকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
বিটার অরেঞ্জ ট্রি - বাড়ি থেকে অনেক দূরে একটি জীবন
হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
নির্বাচনের দাবিতে ইমরান খানের “আজাদী’’ লং মার্চ
দিনদুপুরে ছিনতাই ও মারধর এর শিকার পাবিপ্রবি শিক্ষার্থী
ইপিজেড নির্মানের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সাঁওতালদের বিক্ষোভ