হোমিওপ্যাথিকে ডা: পদবী না থাকায় সংবাদ সম্মেলন

প্রকাশিত: ১৮ জানুয়ারী, ২০২২ ০৩:৫৩:২৪ || পরিবর্তিত: ১৮ জানুয়ারী, ২০২২ ০৩:৫৩:২৪

হোমিওপ্যাথিকে ডা: পদবী না থাকায় সংবাদ সম্মেলন

সাবিক, শাজাহানপুর (বগুড়া) জেলা প্রতিনিধি: স্বাস্থ্য অধিদপ্তরের উপ পরিচালক কতৃক সম্প্রতি বলা হয় হোমিওপ্যাথিক ডাক্তারগনের নামের পূর্বে ডাক্তার (ডাঃ) পদবী লেখা যাবে না।

হোমিওপ্যাথিক পদবীতে ডাঃ না থাকার প্রতিবাদে হোমিওপ্যাথিক চিকিৎসক স্বার্থ সংরক্ষণ জাতীয় কমিটির আহ্বায়ক, বঙ্গবন্ধু হোমিওপ্যাথিক ইউনিভার্সিটি (প্রস্তাবিত) উদ্যোক্তা প্রতিষ্ঠাতা ডাঃ সাখাওয়াত ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন সদস্য সচিব ডাঃ শেখ ইফতেখার উদ্দিন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ডাঃ দিলীপ কুমার রায়, রেজিস্ট্রার ডাঃ জাহাঙ্গীর আলম, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ডাঃ কামারুজ্জামান ভূঁইয়া, হোমিওপ্যাথিক ঔষধ ম্যানুফ্যাকচার এসোসিয়েশনের সাধারন সম্পাদক ডাঃ মাহবুব হাফিজ, ঔষধ প্রশাসন অধিদপ্তরের হোমিওপ্যাথি ঔষধ বিশেষজ্ঞ ডাঃ ইমরুল কায়েস, হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ডাঃ আখতারুজ্জামান পুলক।

সম্প্রতি সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী তরুণদের সংগঠন,বাংলাদেশ হোমিওপ্যাথিক ছাত্র অধিকার সংগঠনের সম্মানিত সভাপতি ডা. আরমান হোসাইন, অত্র সংগঠনের ঢাকা বিভাগীয় সভাপতি রুহুল আমীন সুমন, সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

অন্যান্য হোমিওপ্যাথিক সকল সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, চট্টগ্রাম, বগুড়াসহ বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ ও বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ছাত্র সংসদের ভিপি মোঃ সোহেল রানা, জিএস সব্বির হাসান (সুইট) সহ সাধারণ ছাত্রছাত্রীবৃন্দ।

দাবী আদায়ে সংবাদ সম্মেলনে সকলের পক্ষ থেকে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়।


প্রজন্মনিউজ২৪/সুইট

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ