২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১২ দশমিক ৩৩ শতাংশ, মৃত্যু ১২ জন

প্রকাশিত: ১৪ জানুয়ারী, ২০২২ ০১:১৮:১৬ || পরিবর্তিত: ১৪ জানুয়ারী, ২০২২ ০১:১৮:১৬

২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১২ দশমিক ৩৩ শতাংশ, মৃত্যু ১২ জন

করোনার সংক্রমণ বাড়লেও এখনও সচেতন হচ্ছে না মানুষ। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ১২৩ জনের মৃত্যু হয়েছে।

এর আগেরদিন বুধবার দেশে করোনায় চারজনের মৃত্যু হয়েছিল। সেই তুলনায় আজ করোনায় মৃত্যু তিন গুণ বেড়েছে।

২৪ ঘণ্টায় ২৭ হাজার ৯২০ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৩৫৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১২ দশমিক ৩৩ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৬ লাখ ৪ হাজার ৬৬৪ জন।

সোমবার (১৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে জানানো হয়, একই সময়ে দেশে নতুন করে সুস্থ হয়েছেন ৩০২ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৫১ হাজার ৯৫৫ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ১২ জনের মধ্যে ছয়জন পুরুষ ও ছয়জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছে।

তাদের মধ্যে ঢাকা বিভাগের আটজন, চট্টগ্রাম বিভাগের একজন, খুলনা বিভাগের একজন, বরিশাল বিভাগের একজন ও ময়মনসিংহ বিভাগের  একজন রয়েছেন। 


প্রজন্মনিউজ২৪/সুইট

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ