প্রকাশিত: ১৪ জানুয়ারী, ২০২২ ১২:৫৪:০৩ || পরিবর্তিত: ১৪ জানুয়ারী, ২০২২ ১২:৫৪:০৩
কুমিল্লার ১২ থেকে ১৭ বছরের ৭৬.৫ শতাংশ শিক্ষার্থী টিকা পেয়েছে। জেলায় ১২ থেকে ১৭ বছর বয়সের শিক্ষার্থী পাঁচ লাখ ত্রিশ হাজার ৮৩৮ জন। যার মাঝে টিকা পেয়েছেন চার লাখ ছয় হাজার ২২ জন। বৃহস্পতিবার কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের এসব তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ নিসর্গ মেরাজ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাঃ সাইদুল আলম।
সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন জানান, কুমিল্লা জেলার মোট জনসংখ্যা ৬৩ লাখ ৭১ হাজার ১৫৩জন। টিকার আবেদন করেছে ২৬ লাখ ৪৪ হাজার ১১২ জন। যা মোট জনসংখ্যার ৪১.৫ শতাংশ।
সিভিল সার্জন জানান, অমিক্রন রোধে কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগ প্রস্তুত আছে। জেলার প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জেলার সরকারি হাসপাতালে প্রস্তুত রাখা হয়েছে বেড ও মজুদ আছে অক্সিজেন।
উল্লেখ্য , এই পযন্ত কুমিল্লায় দুই লাখ সাত হাজার ৬৫৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। শনাক্ত হয়েছেন ৩৯ হাজার ১৭৮ জন। এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৯৫৬ জনের।
প্রজন্মনিউজ২৪/সুইট
জাতীয় শোক দিবস উপলক্ষে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা
পানপাড়া উচ্চ বিদ্যালয় ও কলেজে জাতীয় শোক দিবস পালিত
পবিপ্রবি সাংবাদিক সমিতির শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন
ঢাবির শোক দিবসে শিক্ষার্থীশূন্য আলোচনা সভা
হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে জাতীয় শোক দিবস পালিত
ভ্যানচালক বাবার স্বপ্নপূরণে উচ্চশিক্ষায় চীনে দুই ভাই
পাবিপ্রবিতে জাতীয় শোক দিবস পালিত