প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২২ ০৯:৩৪:২২
নিউজ ডেস্ক: আগামী ১০০ বছর ভারতের সাথে কোন অশান্তি চায়না পাকিস্তান। আগামী শুক্রবার (১৪ জানুয়ারি) প্রকাশিত হবে পাকিস্তানের প্রথম জাতীয় নিরাপত্তা নীতি-নথি। ১০০ পৃষ্ঠার সেই নথিতে এই ধরনের বেশ কিছু নীতি থাকবে বলে জানা যায়।
গত বুধবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইমরান খান প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা সংবাদ সম্মেলন করে জানান, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং এলাকায় শান্তি বজায় রাখতে একশ পাতার এই নথি তৈরি করা হয়েছে। এর মধ্যে ৫০ পৃষ্ঠার একটি অংশ আগামী শুক্রবার সরকারি মহলে প্রকাশ করবেন প্রধানমন্ত্রী ইমরান খান। পুরো নথিটি নয়, সর্বসাধারণের জন্য কিছু নির্বাচিত অংশ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
তিনি আরও বলেন, আগামী পাঁচ বছর, অর্থাৎ ২০২২ থেকে ২০২৬ পর্যন্ত দেশ কোন পথে চলবে, কেমনই বা হবে ইসলামাবাদের পররাষ্ট্রনীতি, তা উল্লেখ থাকবে এই নীতি-নথিতে।
পাকিস্তানের ওই কর্মকর্তা আরও বলেন, আগামী একশ বছর ভারতের সঙ্গে কোনও সংঘাতমূলক সম্পর্কে যেতে চাই না আমরা। আমাদের প্রতিবেশি দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্কের লক্ষ্যে এই নতুন নীতি প্রণয়ন করা হয়েছে।
তিনি বলেন, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা ও কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার উপরে জোর দেওয়া হয়েছে। আলোচনা ফলপ্রসূ হলে অতীতে দুদেশের মধ্যে যেমন বাণিজ্যিক সম্পর্ক ছিল, সেই সম্পর্ক ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশাপ্রকাশ করেন তিনি।
তবে কাশ্মীর ইস্যুতে নথিতে কিছু বলা হয়েছে কিনা তা এখনও জানা যায়নি।
শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগে বুধবারই পাকিস্তানের বিভিন্ন সংবাদপত্রে ওই নীতি-নথির কিছু অংশ প্রকাশিত হয়েছে। সূত্র: আনন্দবাজার
প্রজন্মনিউজ২৪/ মিঠুন হাসান
বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের মামলায় সাবেক উপসচিব গ্রেফতার
নিরাপত্তাহীনতায় যুক্তরাষ্ট্রের মুসলিমরা
যে কারণে ইসরাইল গাজায় হামলা করে
শাজাহানপুরের আশেকপুর ইউপি চেয়ারম্যানের মৃত্যু
অবৈধভাবে মজুদ ১২ হাজার বস্তা সার জব্দ,গোডাউনে সিলগালা
আমরা রাজপথের পুরাতন খেলোয়াড় : ওবায়দুল কাদের
বিপর্যস্ত কর্ণফুলী নদীকে বাঁচাতে হবে
বেনিন রাজ্যের ৭২টি প্রত্ন নিদর্শন ফেরত দিবে ব্রিটিশ মিউজিয়াম