প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২২ ০৯:২৭:০৬
করো মোকাবেলায় সবাইকে দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।‘যারা টিকা নেন নাই, দ্রুত তারা টিকা নিয়ে নেবেন। আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীদেরও টিকা দেওয়া শুরু হয়েছে। কাজেই টিকা নিলে অন্ততপক্ষে জীবনে বেঁচে থাকা যায়, এইটুকু হলো বাস্তব।'
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে নবনির্মিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে (ভার্চুয়াল) এ কথা বলেন প্রধানমন্ত্রী। রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন তিনি।
সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘একটা জিনিস সবাই একটু লক্ষ রাখবেন- নতুন আরেকটা ভ্যারিয়েন্ট দেখা দিয়েছে। এই ভ্যারিয়েন্টটা দ্রুত ছড়াচ্ছে এবং একেকটা পরিবারসহ আক্রান্ত হচ্ছে। এখানে আমি সবাইকে বলব যে স্বাস্থ্য সুরক্ষায় নীতিমালা মেনে চলা দরকার। এরই মধ্যে কিছু নির্দেশনা দিয়েছি, সেই নির্দেশনাগুলো সবাই মেনে চলবেন।'
প্রজন্মনিউজ২৪/আল-নোমান
মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ রোধে শিক্ষার্থীদের সচেতন করছেন থানা পুলিশ
বন্দরের অবরোধ তুলে নেওয়ার প্রস্তাব রাশিয়ার ‘ব্ল্যাকমেইল’, বলছে ইউক্রেন
অভিযান চলাকালে ‘ডাকাত’ বলে র্যাবের ওপর হামলা
শিশু ও মাকে হত্যার দায়ে প্রধান দুই আসামি আটক
আগামী সংসদ নির্বাচনের বিষয়ে যা বললেন সিইসি
ইমরানের লংমার্চ ঠেকাতে ইসলামাবাদ অবরুদ্ধ
সাবেক সিইওসহ ৯ জনের ১৭ বছর কারাদণ্ড
দূষিত রক্ত বের করে দিতে হবে আ.লীগ থেকে বললেন : ওবায়দুল কাদের