প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২২ ০২:২১:৫১ || পরিবর্তিত: ১৩ জানুয়ারী, ২০২২ ০২:২১:৫১
আজ ১২ জানুয়ারি ২০২২ বুধবার বিকাল ৪ টায় রাজধানীর ২২/১ তোপখানা রোডস্থ শিশু কল্যাণ পরিষদে বাংলাাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ) এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান আশরাফ আলী হাওলাদার।
এসময় দেশবাসী ও নেতাকমীর্দের শুভেচ্ছা জানিয়ে আশরাফ আলী হাওলাদার বলেন, “জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। দুনীর্তিমুক্ত দেশ গড়তে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। বাজার সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে হবে। বাজার মনিটরিং সেল আরো জোরদার করতে হবে। টিসিবির পণ্য প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে খেটে খাওয়া মানুষের মাঝে বিতরণ করতে হবে। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন করে এলাকা ভিত্তিক বাড়ি ভাড়া রেট কার্যকর করার দাবি জানাচ্ছি।”
সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান মোঃ আবুল কাশেম মজুমদার, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, বাংলাদেশ ইসলামিক গণতান্ত্রিক লীগের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ তোজামেল হক তাজেম, হাফিজুর রহমান, রাজীব হোসেন প্রিন্স, অলিউল্লাহ চৌধুরী, আমিনুল হক, মিজানুর রহমান, সুভাষ চন্দ্র দাস, শাহজাহান সার্ভে আমীন সহ বিভিন্ন দল ও জোটের নেতৃবৃন্দ।
প্রজন্মনিউজ২৪/সুইট
মাদ্রাসা ছাত্রী অপহরণের এক মাসেও হয়নি উদ্ধার
শিবপুর রাস্তার ব্রীজ নির্মাণের ভিত্তি প্রস্থর উদ্বোধন
নোয়াখালীতে বড় ভাইকে পিটিয়ে হত্যা: গ্রেফতার ১
সিসি ক্যামেরা দিয়ে পুরো ঢাকাকে নিরাপদ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
গাইবান্ধায় ছাত্রদল ও যুবদলের বিক্ষোভ সমাবেশ
দেশের ব্যাংক খাতের মূল চ্যালেঞ্জ, ডলারের দাম বৃদ্ধিতে
খোমেনি স্টাইলে বিপ্লবের দুঃস্বপ্ন দেখছে বিএনপি
গায়ে রক্ত মেখে মৃতের ভান করে শুয়ে ছিল ১১ বছরের সেরিলো