ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণের দাবী: টিইউসি

প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২২ ০১:০১:২২ || পরিবর্তিত: ১৩ জানুয়ারী, ২০২২ ০১:০১:২২

ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণের দাবী: টিইউসি

জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণের দাবীতে আগামী ১৪ জানুয়ারী ২০২২, শুক্রবার বিকাল ৩ টায় শাহবাগ, ঢাকায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)’র আহ্বানে “শ্রমিক সমাবেশ” স্থগিত করা হয়েছে।

সংগঠনের সভাপতি সহিদুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান আজ অত্র বিবৃতিতে সমাবেশ স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেন।

একই সাথে নেতৃবৃন্দ বলেন, কোভিড পরিস্থিতিতে সরকারের জারিকৃত নিষেধাজ্ঞা ও শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সমাবেশ স্থগিত করা হলেও দাবী আদায় না হওয়া পর্যন্ত বহুমাত্রিক ধারায় আন্দোলন চালিয়ে যেতে সকল শ্রমিক-কর্মচারীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।


প্রজন্মনিউজ২৪/সুইট

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ