প্রকাশিত: ১১ জানুয়ারী, ২০২২ ০২:৪৬:৫৬ || পরিবর্তিত: ১১ জানুয়ারী, ২০২২ ০২:৪৬:৫৬
প্রজন্ম ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছে মর্টার শেল বিস্ফোরণে কমপক্ষে ৯ শিশু নিহত হয়েছে। এছাড়া এ মর্টার শেল বিস্ফোরণে আরো ৪ শিশু আহত হয়েছে। আফগানিস্তানের পূর্বাঞ্চলে সরকারি কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন।
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের গভর্নরের দফতর থেকে বলা হয়েছে, নানগারহার প্রদেশের লালোপার জেলার বাইগানন গ্রামে একটি পুরাতন মর্টার শেল বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটে। সোমবার (১০ জানুয়ারি) মর্টার শেলটিকে একটি খাদ্যপণ্য বহন করা গাড়ি আঘাত করলে তা বিস্ফোরিত হয়।
নানগারহার প্রদেশের গভর্নর তার বিবৃতিতে আরও বলেন, আহত শিশুদের নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদের হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। এছাড়া এ বিষয়ে আর কোনো তথ্য জানানো হয়নি।
কয়েক দশক ধরে চলা যুদ্ধ ও সঙ্ঘাতের কারণে আফগানিস্তানের মাটিতে সবচেয়ে বেশি অবিস্ফোরিত মাইন, মর্টার, বোমা ও অন্য গোলাবারুদ আছে। যখন এ গোলাবারুদগুলো বিস্ফোরিত হয় তখন শিশুরাও তার শিকার হয়।
প্রজন্মনিউজ২৪/সুইট
সিসি ক্যামেরা দিয়ে পুরো ঢাকাকে নিরাপদ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঝিনাইদহে অবৈধ ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা
দেশের ব্যাংক খাতের মূল চ্যালেঞ্জ, ডলারের দাম বৃদ্ধিতে
গায়ে রক্ত মেখে মৃতের ভান করে শুয়ে ছিল ১১ বছরের সেরিলো
১০ উইকেটে বাংলাদেশের হার, শ্রীলঙ্কার সিরিজ জয়
গাফফার চৌধুরীর মরদেহ ঢাকায় পৌঁছেছে