একাই লড়ে গেলেন লিটন...

প্রকাশিত: ১১ জানুয়ারী, ২০২২ ১১:২১:৫৪ || পরিবর্তিত: ১১ জানুয়ারী, ২০২২ ১১:২১:৫৪

একাই লড়ে গেলেন লিটন...


স্টাফ রির্পোটার: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হেগলি ওভালের সবুজ পিচে বল হাতে ব্যর্থতার পর ব্যাট হাতে আরও খারাপ অবস্থা বাংলাদেশের। প্রথম ইনিংসে মাত্র ১২৬ রান তুলতে পেরেছিল বাংলাদেশ। ফলে ফলোঅনে পড়তে হয় তাদের।

তাই ১২৬ রানে অলআউট হওয়া বাংলাদেশকে আবার ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। এবারও ব্যর্থ টাইগাররা। তবে একহাতে দলকে আগলে রেখেছিল লিটন দাস।

লিটন টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলেনও দলের অবস্থা যাচ্ছেতাই। আসা যাওয়ার মিছিলে ছিল বাকি ব্যাটাররা। তবে অসাধারণ ব্যাটিং করেছে লিটন। উইকেটের চারিপাশে বাউন্ডারির ফুলঝুরি ছুটিয়ে, প্রতিপক্ষের চোখে চোখ রেখে তিন অঙ্কের ম্যাজিকাল ফিগারের দেখা পেয়েছেন লিটন। দল যখন খাদের কিনারায় তখন ব্যাটিংয়ে আসেন লিটন। রক্ষণাত্মক ক্রিকেটের পরিবর্তে আক্রমণাত্বক ভাবেই রান তোলেন এই ব্যাটার। তাতেই পেয়ে যান সাদা পোশাকে আরেকটি সেঞ্চুরি।   

তবে নিজের ইনিংসিটা খুব বেশি বড় করতে পারেনি লিটন। ১০২ রানে করে সাজঘরে ফেরেন তিনি। 

এই রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ৯ উইকেটে ২৬৯।


প্রজন্মনিউজ২৪/ মিঠুন হাসান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ