প্রকাশিত: ০৭ জানুয়ারী, ২০২২ ০৪:১৫:১৭
প্রজন্ম ডেস্ক:বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে সেপ্টেম্বরে। তবে করোনা পরিস্থিতির মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে বলে জানা গেছে। নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে চলছে প্যানেল গঠন। এবারের নির্বাচনে সভাপতি পদে দাঁড়াচ্ছেন জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। একই প্যানেল থেকে সেক্রেটারি পদে প্রার্থী হচ্ছেন ‘সাজঘর’ খ্যাত অভিনেত্রী নিপূণ।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়াস কাঞ্চন।
নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপূণের প্যানেলের বিষয়ে ধারণা পাওয়া গেলেও দুইবারের সাধারণ সম্পাদক জায়েদ খানের প্যানেল থেকে নির্বাচনে কে কে অংশ নেবেন তা এখনও জানা যায়নি। তবে ধারনা করা হচ্ছে, এই প্যানেল থেকে চিত্রনায়িকা মৌসুমী সভাপতি পদে এবং জায়েদ খান সেক্রেটারি পদে লড়বেন।
প্রসঙ্গত, ১৯৮৯-১৯৯০ সালের শিল্পী সমিতির কমিটিতে সেক্রেটারি ছিলেন ইলিয়াস কাঞ্চন।
প্রজন্মনিউজ২৪/মুজাহিদ
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৪টি পরিবারের পাশে এমপি একরাম
এক মাদ্রসার ১০ছাত্রকে বলৎকারের অভিযোগ
নোয়াখালীতে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে আলোচনা সভা
বঙ্গমাতা ছিলেন বঙ্গবন্ধুর প্রেরণা ও শক্তির উৎস
আমরা রাজপথের পুরাতন খেলোয়াড় : ওবায়দুল কাদের
বিপর্যস্ত কর্ণফুলী নদীকে বাঁচাতে হবে
বেনিন রাজ্যের ৭২টি প্রত্ন নিদর্শন ফেরত দিবে ব্রিটিশ মিউজিয়াম