প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২১ ০৪:৫৭:৩৫
বিনা কর্তনে ছাড়পত্র পেলো শাকিব খান ও পূজা চেরি জুটির ‘গলুই’ সিনেমা। এমনটাই জানিয়েছেন ছবিটির পরিচালক এস এ হক অলিক।
নির্মাতা বলেন, ‘আলহামদুলিল্লাহ। আনকাট ছাড়পত্র পেলাম। বোর্ডের সম্মানিত সদস্যদের প্রশংসায় ভাসলাম। কৃতজ্ঞতা জানাই টিমের সকল শিল্পী-কুশলীদের প্রতি। বিশেষ কৃতজ্ঞতা প্রযোজক খোরশেদ আলম খসরু ভাইয়ের প্রতি, স্বাধীনভাবে ছবিটি নির্মাণ করতে দেয়ার জন্য।’
এখন নির্মাতা-প্রযোজক প্রস্তুতি নিচ্ছেন ছবিটি দেশ-বিদেশে একসঙ্গে মুক্তির জন্য। এখনও মুক্তির তারিখ ঠিক না হলেও নির্মাতার ইচ্ছে বিশেষ কোনও দিন বা উৎসবে ছবিটি মুক্তি দেওয়ার।
সরকারি অনুদানের এই চলচ্চিত্রটিতে শাকিব-পূজা ছাড়া আরও অভিনয় করছেন আজিজুল হাকিম, সমু চৌধুরী, ঝুনা চৌধুরী প্রমুখ।
ছবিটির সহ-প্রযোজক খোরশেদ আলম খসরু জানান, নৌকার গলুই থেকেই সিনেমার নামকরণ করা হয়েছে ‘গলুই’। গলুই যেহেতু নৌকার গুরুত্বপূর্ণ অংশ, তাই এ গলুইয়ের সঙ্গে মানুষের জীবন, সম্পর্ক, পরিবার, রাষ্ট্রকে মিলিয়ে তৈরি করা হয়েছে চিত্রনাট্য।
আইপিএলে সুযোগ পেলে বাবর হতেন মুম্বাইয়ের, রিজওয়ান হতেন কোহলির সঙ্গী
রাজনগরে নদী থেকে বৃদ্ধের লাশ উদ্বার
জলবায়ু অর্থায়ন অবশ্যই কপ২৭ আলোচনায় আলোচ্যসূচির শীর্ষে থাকবেঃমিশর
মির্জাগঞ্জে মহিলাবিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ
মানহানির মামলা থেকে অব্যাহতি পেলেন দুদকের তিন কর্মকর্তা
চার অনুসন্ধানী সাংবাদিক পেলেন র্যাব অ্যাওয়াড'২১
গণঅধিকার পরিষদে দায়িত্ব পেলেন ১৯ বিশিষ্টজন