প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২১ ০৪:০৪:৫৯
একুশে পদকপ্রাপ্ত জ্যেষ্ঠ সাংবাদিক, দ্য ফিন্যানশিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ আর নেই।
শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, আগামীকাল রবিবার সকাল সাড়ে ১১টায় তাঁর লাশ জাতীয় প্রেস ক্লাবে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রিয়াজউদ্দিন আহমেদ ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।
দ্য ফিন্যানশিয়াল এক্সপ্রেস এবং দ্য নিউজ টুডে পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন রিয়াজউদ্দিন আহমেদ। এ ছাড়া তিনি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন।
সাংবাদিকতায় অবদানের জন্য ১৯৯৩ সালে রিয়াজউদ্দিন আহমেদ একুশে পদক লাভ করেন।
প্রজন্মনিউজ২৪/আল-নোমান
মাদ্রাসা ছাত্রী অপহরণের এক মাসেও হয়নি উদ্ধার
মিয়ানমারে কমছে মুদ্রার মান স্যানিটারি প্যাড কেনার টাকা নেই
ক্ষতিগ্রস্তরা নতুন মার্কেটে দোকান বরাদ্দ চান
গায়ে রক্ত মেখে মৃতের ভান করে শুয়ে ছিল ১১ বছরের সেরিলো
গাফফার চৌধুরীর মরদেহ ঢাকায় পৌঁছেছে
পশ্চিমবঙ্গে আবারও অভিনেত্রী ঝুলন্ত লাশ উদ্ধার
গাইবান্ধায় অচেনা প্রানীর আক্রমনে ৪০ জন আহত
হরিণাকুন্ডুতে স্কুল ছাত্রকে রড দিয়ে পিটিয়ে যখম
সাংবাদিক হত্যার বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠাবে আল জাজিরা