প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২১ ১২:১৩:৫৭
নোয়াখালী প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন ক্যাপ প্রদেশে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের সোলায়মান মিয়ার বাড়ির রকিয়ত উল্যার ছেলে জাফর আহমেদ (৩২) ও ঢাকার আমিনুল ইসলাম (৩০)।
সোমবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ওয়েস্টার্ন কেপ প্রদেশের জর্জের বোফট ওয়েস্ট এলাকায় মহাসড়কে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। জাফর আহমেদ ছিলেন পাইকারি ব্যবসায়ী। আমিনুল ইসলাম চাকরি করতেন বলে জানা গেছে।
কাদিরপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জহিরুল ইসলাম নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, সোমবার বিকেল দিকে দোকানের মাল ক্রয় করে আমিনুল ইসলাম ও জাফর আহমেদ দোকানে ফিরছিলেন। যাত্রাপথে গাড়িটি জর্জ এলাকায় নিয়ন্ত্রণ হারায়। এতে গুরুতর আহত হন জাফর আহমেদ ও আমিনুল ইসলাম।
স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। এ নিয়ে দেশটিতে চলতি মাসে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি মারা নিহত হলেন।
প্রজন্মনিউজ২৪/এন হাসান
উচ্চশিক্ষায় সংকট,সংখ্যা বাড়লেও বাড়ছেনা মান
নোয়াখালীতে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেফতার
শিক্ষার্থীদের পাঠাভ্যাস বৃদ্ধির লক্ষ্যে কিশোরকন্ঠ পাঠক ফোরামের পুরষ্কার বিতরণী
রোনালদো সৌদি আরবে মেসির চেয়ে এগিয়ে গেছেন
৬ লাখ ডলারে বিক্রি ডায়ানার গাউন
স্লোগানে মুখরিত প্রধানমন্ত্রীর জনসভা
জাপানি সেই দুই শিশুর জিম্মার বিষয়ে রায় আজ
এইচএসসির ফল প্রকাশের চূড়ান্ত তারিখ জানা গেলো