প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২১ ০৬:২১:৫১
জহিরুল ইসলাম মাহির, কুমিল্লা প্রতিনিধি: চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধিসহ ৪ দফা দাবি বাস্তবায়নের জন্য মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে কুমিল্লা জেলার সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ। শনিবার (১১ ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকায় কুমিল্লা কান্দির পার পূবালী চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সর্বদলীয় ছাত্র ঐক্যপরিষদ কুমিল্লা জেলা আহ্বায়ক ও ভিক্টোরিয়া কলেজের সাবেক ছাত্র সাখাওয়াত হোসেন সাকিল, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন, সোহেল রানা সহ আরো অনেক শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, করোনার কারনে শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল প্রতিষ্ঠান বন্ধ থাকায় গত দু'বছর কোনো প্রতিষ্ঠানে চাকরির পরিক্ষায় অংশ নিতে পারেন নাই। বয়সসীমা ৩০ বর্ধিত থাকায় অনেকেই চাকরি পরিক্ষাতে অংশ নিতে পারছে না। অন্যদিকে করোনার প্রভাব কমে যাওয়াতে সকল পরিক্ষা একসাথে নিতে থাকায় অনেক পরিক্ষায় অংশ গ্রহণ করা যাচ্ছে না।
তাই তাদের দাবী হচ্ছে ১, সকল চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি করতে হবে। ২, নিয়োগ দুর্নীতি ও জালিয়াতি বন্ধ করতে হবে, নিয়োগ পরিক্ষার (প্রিলি ও রিটেন) প্রাপ্ত নম্বরসহ ফলাফল প্রকাশ করতে হবে। ৩, চাকরিতে আবেদনের পরিক্ষার ফি সর্বোচ্চ ১০০ টাকা করতে হবে। এবং ৪, একই সময় একাধিক নিয়োগ পরিক্ষা বন্ধ করে সমন্বিত নিয়োগ পরিক্ষার ব্যবস্থা করতে হবে।
বক্তারা আরো বলেন, অনার্স-মাস্টার্স শেষ করেও খেয়ে না খেয়ে পায়ে হেঁটে টিউশনি করে সেই টাকা দিয়ে শতশত টাকা খরচ করে চাকরির আবেদন করতে হয়। এতে আমরা হতাশ হয়ে যাই এবং অনেক ছেলেরা কষ্ট সহ্য করতে না পেরে বিভিন্ন চাপের মুখে পড়ে আত্মহত্যার রাস্তা বেছে নেয়। আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি যেনো আমাদের চাকরির বয়সসীমা বৃদ্ধি করে এবং আমাদের দাবীগুলো মেনে নেয়।
প্রজন্মনিউজ২৪/এন হাসান
মাদ্রাসা ছাত্রী অপহরণের এক মাসেও হয়নি উদ্ধার
হাতিয়াতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর গাড়ি বহরে হামলা: আহত ১২
শিবপুর রাস্তার ব্রীজ নির্মাণের ভিত্তি প্রস্থর উদ্বোধন
নোয়াখালীতে বড় ভাইকে পিটিয়ে হত্যা: গ্রেফতার ১
মিয়ানমারে কমছে মুদ্রার মান স্যানিটারি প্যাড কেনার টাকা নেই
সিসি ক্যামেরা দিয়ে পুরো ঢাকাকে নিরাপদ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
তামিম-মুশফিকের বদলি নেইঃ বিসিভি সভাপতির কাছে
গাইবান্ধায় ছাত্রদল ও যুবদলের বিক্ষোভ সমাবেশ