প্রকাশিত: ০৮ ডিসেম্বর, ২০২১ ০৬:৪৫:২৬
খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের কচুয়া উপজেলায় শহিদ আব্দুল জলিল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘নারী ও মেয়েদের প্রতি সহিংসতা বন্ধ হোক’ শিরোনামে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
নারী ও মেয়েদের লিঙ্গ ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিন ব্যাপী সক্রিয় কর্মসূচির অংশ হিসাবে (৮ ডিসেম্বর) বুধবার কচুয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় "নারী নির্যাতন বন্ধ করি, কমলা রংয়ের বিশ্ব গড়ি" এই শ্লোগানকে সামনে রেখে নানা আয়োজনে উপজেলার মঘিয়া ইউনিয়নের শহীদ আব্দুল জলিল মাধ্যমিক বিদ্যালয়ে এ বিষয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
গত ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া এ আয়োজন চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। অনুষ্ঠানে বিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীরা সক্রিয় অংশ গ্রহণ করে। এসময় বিদ্যালয়ের নিজস্ব প্রাঙ্গণে হাতের ছাপ একে সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গিকার করেন। সচেতনতার অংশ হিসাবে তারা বিভিন্ন ধরনের শ্লোগান সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করেন।
পরে বিদ্যালয়ের নিজস্ব হলরুমে মেয়েশিশুরা এক হয়ে হাতে বন্ধ হোক সহিংসতা লিখে প্রতিবাদ জানান। অনুষ্ঠানে মেয়ে শিক্ষার্থীদের পাশাপাশি ছেলে শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করে অংশ নেয়।
উক্ত অনুষ্ঠানে কচুয়া এপি ম্যানেজার তপন কুমার মন্ডল, এপির প্রোগ্রাম অফিসার বিপ্লব মন্ডল, কল্লোল বেনজামিন দাস, রিপন হালদার, শিউলি কস্তা, এপির ক্রিস্টিয়ানো রাখি ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রজন্মনিউজ২৪/এন হাসান
বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে গাইবান্ধায় পালিত হলো জাতীয় শোক দিবস
১৫ আগস্ট : ইতিহাসে আজকের এই দিনে
পানপাড়া উচ্চ বিদ্যালয় ও কলেজে জাতীয় শোক দিবস পালিত
সন্দ্বীপ কাটগড় ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় শোক দিবস পালন
পবিপ্রবি সাংবাদিক সমিতির শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন
জাতীয় শোক দিবসে নোবিপ্রবি সাংবাদিক সমিতির শ্রদ্ধাঞ্জলি ও বৃক্ষরোপন
ঘোড়াঘাটে শ্রদ্ধা ভরে জাতীয় শোক দিবস পালিত
অবৈধভাবে বালু উত্তোলনে ভাঙ্গনের কবলে ঘাঘট নদী
ওবায়দুল কাদেরের এলাকায় শোক দিবসে আ.লীগের দুই গ্রুপের পৃথক কর্মসূচি পালন