প্রকাশিত: ০৮ ডিসেম্বর, ২০২১ ০১:২৩:৩৫
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ কোটালীপাড়ায় ৭ দিন ব্যাপী ই- নামজারি ভূমি সেবা ক্যাম্পিং পরিদর্শণ করেছেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। সোমবার কোটালীপাড়া উপজেলা ভূমি অফিস চত্বরে ই-নামজারি ভূমি সেবা ক্যাম্পিং পর্যবেক্ষন, ডিসিআর প্রদান সহ উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন তিনি।
এসময় সাথে ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিন, অফিস সহকারি মোঃ নাসির উদ্দীন শেখ, রাধাগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা স্বপন কুমার দে,পৌর ভূমি অফিসের সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, পিনজুরি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আঃ ছবুর সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিদর্শন কালে জেলা প্রশাসক ই-নামজারি শুনানী গ্রহণ শেষে নামজারি অনুমোদন এবং সেবাগ্রহীতাদের হাতে ডিসিআর বাবদ ১,১৫০/- টাকা ফি গ্রহন করে ডিসিআর এবং খতিয়ানের পর্চা হস্তান্তর করেন। এর আগে গত বৃহস্পতিবার ৭ দিন ব্যাপী ই- নামজারি ভূমি সেবা ক্যাম্পিংয়ের আয়োজন করেন উপজেলা ভূমি প্রশাসন।
এছাড়াও উপজেলার পূর্বপাড়া ওয়াপদারহাট সংলগ্ন বেড়ি বাঁধের বন্ধ খালটি সরেজমিনে পরিদর্শন করে অচিরেই অবমুক্ত করার আশ্বাস প্রদান করেন তিনি।
প্রজন্মনিউজ২৪/এন হাসান
শোকসভা থেকে ফেরার পথে যুবলীগ নেতার মাথা ফাটালেন ছাত্রলীগ নেতা
বঙ্গবন্ধু বেঁচে থাকবেন বাঙালির হৃদয়ে-এমপি মনোরঞ্জন শীল গোপাল
রৌমারীতে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে গাইবান্ধায় পালিত হলো জাতীয় শোক দিবস
পানপাড়া উচ্চ বিদ্যালয় ও কলেজে জাতীয় শোক দিবস পালিত
ঘোড়াঘাটে শ্রদ্ধা ভরে জাতীয় শোক দিবস পালিত
অবৈধভাবে বালু উত্তোলনে ভাঙ্গনের কবলে ঘাঘট নদী
ওবায়দুল কাদেরের এলাকায় শোক দিবসে আ.লীগের দুই গ্রুপের পৃথক কর্মসূচি পালন
রামগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী পালিত